প্রতিবন্ধীদের চাকুরির ক্ষেত্রে শিক্ষায় শিথিলতা চাই

এ.এইচ.এম নাহিদ কবীর
Published : 12 March 2012, 05:49 AM
Updated : 12 March 2012, 05:49 AM

আমরা প্রতিবন্ধীরা প্রায় সব জায়গাতেই অবহেলিত কোথায় আমাদের মাথা গোজার ঠাঁই নেই। সরকার বিভিন্ন কথা বলে আর আইনই করে যায় কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন হয় না । যার প্রমাণ স্বরূপ আমরা বলতে পারি ৩৩ বিসিএস। এই বিসিএস পরীক্ষায় যদি ও কদিন আগে ঘোষনা করা হয় ১০% কোটা কিন্তু সম্পতি খোঁজ নিয়ে জানা যায় এই বিলটি এখনো পাশই হয়নি। বিভিন্ন ব্যাংকে দেখা যায় নিয়োগ হয় কিন্তু প্রতিবন্ধীদের কথা বা তাদের সুযোগ সুবিধার কথা কোথায় লেখা থাকে না। আমার সরকারের কাছে একটাই আকুতি আমাদের জন্য শিক্ষায় শিথিল করে দেন যেমন যদি কারো অনার্স এ তৃতীয় বিভাগ থাকে তারা যাতে সব জায়গাতে আবেদন করতে পারে বা যাদের জিপিএ ন্যূনতম ২ তার তারা ও জেন যে কোন চাকুরীতে আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা হোক। আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই আমাদেরকে সুযোগ দিন আমাদেরকে বাঁধা মনে না করে এগিয়ে যেতে সাহায্য করুন।