মনে তারুণ্য: বয়স বা স্ট্যাটাসে কি আসে যায়?

নারায়ন সরকার
Published : 23 May 2016, 07:31 AM
Updated : 23 May 2016, 07:31 AM

শবেবরাতের রাত গত হয়েছে। ধর্মপ্রাণ মানুষেরা সারারাত ইবাদত-বন্দেগী সেরে যার যার মতো বাড়ি ফিরে গেছে। গরীব-দুঃখী মানুষও বেশি বেশি দান-খয়রাতের আশায় মসজিদের দুয়ারে দুয়ারে ঘুরে ফিরতি পথে। অর্থ তাদের আভিজাত্যকে কেড়ে নিয়েছে মনটাকে তো কেড়ে নিতে পারে নি? বয়স তার শরীরি সৌন্দর্যকে কেড়ে নিয়েছে, মনের তারুণ্যকে তো আর কেড়ে নিতে পারে নি? মন ও তারুণ্য প্রত্যেকটি মানুষের নিজস্ব সম্পদ, সেটাকে কোন শৃঙ্খলে বাঁধা যায় না। আর তাই এই ভিক্ষুক মানুষকটি শবেবরাতের রাতে মানুষের দয়া-দাক্ষ্যিণ্য মেগে যখন নিজের নীড়ে ফিরছিল, তখন মনের তারুণ্য ঠিকই তাদের হৃদয়ে ভর করেছিল। সেই তারুণ্যের টানে শরীরি বাধাকে পাশ কাটিয়ে হাতিরঝিলের মসৃণ সমতল পথ ছেড়ে ওভারপাসে উঠেছে আকাশ থেকে পৃথিবীকে দেখবে বলে। মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, "এত কষ্ট করে ওভারপাসে উঠেছেন কেন?" তার অপ্রস্তুত হাসি বুঝিয়ে দিল আর দশজনের মতো তারাও উপর থেকে পৃথিবীর রূপ-সৌন্দর্য উপভোগ করতে চায়!

ছবিটি আজ (২৩/০৫/২০১৬) সকালে হাতিরঝিল থেকে তোলা।