ঢাকার প্রথম ইউ-লুপ

নারায়ন সরকার
Published : 24 June 2016, 11:32 AM
Updated : 24 June 2016, 11:32 AM

আগামীকাল পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হচ্ছে ঢাকার প্রথম ইউ-লুপ (ইউ-টার্নের জন্য ইউ-আকৃতির উড়ালপুল)। রামপুরা টিভি ভবনের সামনে উড়ালপুলটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি হাতিরঝিল প্রকল্পের একটি অংশ। প্রকল্পটি চালু হলে বনশ্রী আবাসিক এলাকার দিকের থেকে হাতিরঝিল ও বাড্ডাগামী গাড়ীগুলো সহজে হাতিরঝিল ও বাড্ডাগামী রাস্তায় সহজে প্রবেশ করতে পারবে। সেই সাথে বাড্ডার দিক থেকে আগত গাড়ীগুলোও সহজে ইউ-টার্ন নিয়ে হাতিরঝিলে প্রবেশ করতে পারবে। ফলে রামপুরা ব্রীজ এলাকার যানজট অনেকটাই কমে যাবে বলে আশা করা যায়।