একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 25 June 2017, 03:06 AM
Updated : 25 June 2017, 03:06 AM

বগুড়া সার্কিট হাউজের দেয়ালের পাশে শুয়ে আছে একজন অসহায় মানুষ। কারো মনে একটু দয়া জাগলে দুই এক টাকা দান করছেন, কেউবা মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। খাদ্য-বস্ত্র-চিকিৎসা… মৌলিক অধিকার হিসেবে কিছুই কি পাবে না এই অসহায় মানুষজন?

ছবি: ব্লগার নাভিদ ইবনে সাজিদ নির্জন স্থান: বগুড়া সদর, বগুড়া