ব্লগার ‘উৎপল চক্রবর্তী’ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 22 May 2017, 08:55 AM
Updated : 22 May 2017, 08:55 AM

ব্লগার উৎপল চক্রবর্তীকে সামনা সামনি দেখিনি কখনো, ব্লগ ডট বিডি নিউজ টোয়েন্টিফোরে তার লেখা অনেক ব্লগ পড়েছি।

# এইচএসসি পরীক্ষা শেষের সাথে সাথেই হতে পারে মেডিকেলে ভর্তি পরীক্ষা। ২৮এপ্রিল২০১৭
# নববর্ষে দেশের সবচেয়ে বড় মাছের মেলা কুমিল্লায়। ১৬এপ্রিল২০১৭
# এইচএসসি পরীক্ষা শেষের সাথে সাথেই হতে পারে মেডিকেলে ভর্তি পরীক্ষা। ২৮এপ্রিল২০১৭
# নববর্ষে দেশের সবচেয়ে বড় মাছের মেলা কুমিল্লায়। ১৬এপ্রিল২০১৭
# 'বাঁধন' স্বেচ্ছায় রক্তদাতাদের সবচাইতে বড় সংগঠন। ১১এপ্রিল২০১৭

ব্লগ ডট বিডি নিউজ টোয়েন্টিফোরে আরো অনেক লেখা লিখেছেন তিনি। উৎপল চক্রবর্ত্তী আজ আমাদের মাঝে নেই, এটাই পৃথিবীর সবচেয়ে কঠিনতম সত্য। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, আজ উৎপল চক্রবর্ত্তী চলে গেছেন কাল আমরা সবাই যাবো, টুডে অর টুমোরো, আমরা কেউই এই পৃথিবীতে স্থায়ী নই, স্থায়ী শুধু আমাদের কর্ম, আমাদের কর্মই আমাদের বেচে রাখে, অমর করে করে রাখে হাজার বছর…

এই ব্লগের লেখা সৃতি করে ব্লগার 'উৎপল চক্রবর্ত্তী' বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে…

শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে আরো অনেক দূরে…. শুভ হোক সকলের পথচলা, ব্লগ ডট বিডি নিউজ টোয়েন্টিফোরের এডমিন-লেখক সকলের প্রতি রইলো আমার শুভকামনা। শুভ হোক আপনাদের আমাদের সকলের পথচলা।