ফুলের মতো দেয়ালটাতে একটি প্রজাপতি

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 7 Sept 2017, 05:33 PM
Updated : 7 Sept 2017, 05:33 PM

বিকেল বেলায় আমার বাড়ির বাগানে বসেছে কী সুন্দর প্রজাপতি! মন জুড়িয়ে যায়। এই সৌন্দর্য আমার ক্যামেরায় বন্দি করতে খুব বেশী দেরি করিনি। মনে পড়ে যায় কবি নির্মলেন্দু গুণ এর কবিতাটি,

‍"ফুলের মতো দেয়ালটাতে
একটি প্রজাপতি,
দুঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;
চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে।
এবার বুঝি এলে?"