বাসে অপরিচিত কাউকে পানির বোতল থেকে পানি পান করতে দেবেন না

নাজমুল হক
Published : 26 Jan 2015, 01:13 PM
Updated : 26 Jan 2015, 01:13 PM

অনেক দিন আগের কথা।  ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য বাস এ উঠে বসেছেন ফরহাদ। বাস ছাড়ার আগে পাশে এসে বসলেন আর একজন, অপরিচিত। আসে পাশের সিটগুলোও পূর্ণ হয়ে গেল। বাস চলা শুরু হয়েছে। বেশ সময় পর ফরহাদ এর পাশে বসা লোকটি ফরহাদ এর পানির বোতল দেখিয়ে বলল- ভাই, পানিটা একটু খাওয়া যাবে?

পানি খাবেন? শিওর, শিওর। এই যে নেন।

লোকটি বোতল নিল এবং পানি খেলো। পানি খাওয়া শেষে বোতলটি ফরহাদকে ফেরত দিল। ফরহাদ বোতলটি নিয়ে রেখে দিলেন। কিছক্ষণ পর ফরহাদেরও পানি খাওয়ার দরকার হলো। ওই বোতল থেকে তিনি পানি খেয়ে আবার বোতলটা রেখে দিলেন। কিছক্ষণ পর ফরহাদ এর ভীষন ঘুম পেতে শুরু করলো। ঘুম কন্ট্রোল করতে পারছেন না ফরহাদ। অবশেষে গভীর ঘুমে নিমজ্জিত হলেন তিনি । তারপর কী হলো আর জানেন না ফরহাদ। বাস ময়মনসিংহ পৌঁছানোর পর সবাই নেমে যাচ্ছে কিন্তু ফরহাদ নামেন না। রেগুলার যাওয়া-আসা করতেন, তাই বাস এর লোকজন চিনতে পারল ফরহাদকে। বাস এর লোকজন ফরহাদ এর কাছে যেয়ে দেখে ফরহাদ ঘুমাচ্ছে। কিছক্ষণ ডাকা-ডাকি করার পর ফরহাদ এর কোনো সাড়া-শব্দ না পাওয়ায় ওদের বুঝতে আর বাকি রইলো না ফরহাদের কী হয়েছে।  ফরহাদ হারিয়েছেন তার সাথে থাকা মোবাইল, টাকা সহ কিছু জিনিস। পথে-ঘাটে চলতে গেলে খুব সতর্ক না হলে যে কোন সময় বিপদ চলে আসতে পারে।