আমিও মানুষ

নিতাই বাবু
Published : 22 March 2015, 07:43 PM
Updated : 22 March 2015, 07:43 PM

আমি হিন্দু, তাই এই দেশে আমি চারাল। আমি পূজা করি,তাই আমি বিধর্মী। আমি চাকুরী করি,তাই আমি চাকর। আমার টাকা নাই,আমি দরিদ্র। আমার অর্থ নাই,আমি অর্থহীন। আমার বাড়ী নাই,আমি ভারাটিয়া। দশটি মানুষের মত আমারো মন আছে,তারপরও আমি অমানুষ। আমার শিক্ষা কম বিধায়,আমি অশিক্ষিত। আমার রূপ নাই,আমি কূশ্রী। আমার ভিতরে কোন ঘৃণা নেই,তারপরও এই সমাজে আমি একজন ঘৃণিত ব্যক্তি। এত অপবাদের পরও এ দেশে এ সমাজে বেঁচে থাকতে ইচ্ছে করে। সবার ঊপরে মানুষ সত্য,তার ঊপরে নাই।