লোভ থেকে হিংসা, হিংসা থেকে হিংসুক

নিতাই বাবু
Published : 30 April 2016, 08:40 PM
Updated : 30 April 2016, 08:40 PM

"হিংসার জ্বলন্ত আগুনে হিংসুক নিজে যেমন জ্লে পুড়ে শেষ হয়,সেই সাথে আরো দশজনকেও পোড়ায়" হিংসা একটি মারাত্মক সামাজিক ব্যধি,যায় ফল অত্যন্ত বিষময় ও ক্ষতিকর৷হিংসা সামাজিক বন্ধন গুলোর ভাঙ্গন সৃষ্টি করে ও মানুষের পারস্পরিক সম্পর্ক ছিন্ন করে তাদের অবজ্ঞা ও পাশ্চাৎপদতার সর্বনিন্ম স্তরে পৌঁছে দেয়৷জ্ঞান বুদ্ধি সম্পদ মান-ইজ্জত সুখ-স্বাচ্ছন্দ্য ইত্যাদি ভাল কিছু দেখে মনে কষ্ট লাগা এবং আকাঙ্ক্ষা হওয়া যে,সেটা না থাকুক বা ধ্বংস হয়ে যাক,এবং তা হলেই মনে আনন্দ লাগা এই মনবৃত্তিকে বলা হয় হিংসা৷

লোভ(ইংরেজী:Temptation)হিংসা(ইংরেজী:Envy)আর আরবি শব্দ (হাসাদ) হিংসা লোভ আর শত্রুতা থকেই এই মনোভাবের সৃষ্টি হয়৷হিংসাকারী স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি হিংসা করে থাকে৷ধন, মান, সম্পদ, জ্ঞান,শিক্ষা এগুলি সৃষ্টিকর্তার তরফ থেকে আসে৷সৃষ্টিকর্তর দানের প্রতি হিংসুকের হিংসা,তাহলে সৃষ্টিকর্তাকেই হিংসা করা হলো৷আর এই হিংসার কারনে সঞ্চিত পুণ্য টুকুও জ্বলে-পুড়ে শেষ হয়ে যায়,আগুন যেমন শুকনো লাকড়িকে শেষ করে৷সকল ধর্মে সুস্পষ্ট ভাবেই বলা অাছে হিংসুক ব্যক্তি কখনো স্বর্গসুখ ভোগ করিতে পারবেনা৷হিংসার অপর নাম জ্বলন্ত আগুন যা চোখে দেখা যায় না৷সেই আগুনে হিংসুক নিজেই জ্বলে- পুড়ে মরে৷হিংসুক ব্যক্তি অপরের সুখ-শান্তি সইতে পারেনা৷ হিংসুক লোক নিজেকে বীরত্ববোধ মনে করে৷ হিংসুক লোক সবসময় ভাবে আমি'ই সেরা আর সব নগণ্য৷হিংসুক ব্যক্তি জীবনে সুখ-শান্তি ভোগ করে যেতে পারেনা৷আর পারবেই বা কি করে,হিংসার আগুনে নিজেই জ্বলতে থাকে সারাজীবন৷পৃথিবীর মানবকুলের সব ধর্মই হিংসাকে পরিহার করার কথা বলা হয়েছে৷তারপরেও হিংসাবিহীন মানুষ পাওয়া কঠিন৷হিংসায় সরা পৃথিবী গ্রাস করে ফেলেছে,পৃথিবীতে যেত খুনখারাপি তা শুধু লোভ আর হিংসার প্রতিফল মাত্র৷সৃষ্টিকর্তার জমিনে সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল তার মূলে ছিল হিংসা৷মানব চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ মারাত্মক ক্ষতিকারক৷হিংসা একপ্রকার মানসিক ব্যধিও বলা চলে,পৃথিবীতে আয়ু বাড়ানোর ঔষধও বর্তমানকালে তৈরি করে ফেলেছে মনে হয় বিজ্ঞানীরা,কিন্তু হিংসা নিরাময়ের ঔষধ কখনো তৈরি করতে পারবেনা মনে হয় বিজ্ঞানীরা৷এই লোভ আর হিংসায় মানুষকে মৃত্যুর মুখেও ঠেলে দেয়,সোনার সংসারও ধ্বংস করে দেয় এই লোভ আর হিংসায়৷হিংসুক লোক যেমন পরের প্রশংসায় দিশেহারা হয়ে পরে,তেমনি হিংসুক লোকও পরের কাছে সর্বদা নিন্দনীয় হয়ে থাকে৷হিংসুকের হিংসা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে৷এক ডাক্তার অন্য ডাক্তারকে হিংসা,এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে হিংসা,এক লেখক অন্য লেখককে হিংসা,বিরোধী দল সরকারকে হিংসা,এক নায়ক অন্য নায়ককে হিংসা,ভাইয়ে ভাইয়ে হিংসা,সমাজে সমাজে হিংসা,এক মন্ত্রী অন্য মন্ত্রীকে হিংসা,হিংসার শেষ নাই৷হিংসা সেই আদিকাল থেকেই আমাদের গ্রাস করে আছে৷হিংসুক লোক জীবনে কখনো শান্তি পায় না৷স্রষ্টার সৃষ্টি আমরা সবাই,স্রষ্টারতো কোন হিংসা নাই,সূর্য কিরণ দেয় সবার মাঝে সমান ভাবে,কে পাপি কে মহাপুরুষ সবার জন্য সমান আলো৷আমাদের সকলের উচিত হিংসা আর লোভ পরিহার করা৷সর্বক্ষণ মুখে সৃষ্টিকর্তাকে ডাকলেও সৃষ্টিকর্তা সাড়া দিবেনা,যতক্ষণ না পর্যন্ত হিংসা লোভ পরিহার করতে না পারি৷ স্রষ্টার সৃষ্টির সেরা জীব হয়েও হিংসার কারনে হলাম হিংসুক৷