যাত্রী পারাপারে বিঘ্ন

নিতাই বাবু
Published : 4 July 2016, 11:24 AM
Updated : 4 July 2016, 11:24 AM

দেখতে দেখা যায় গ্রামাঞ্চলের একটা পুকুর, আসলে এটা একটা নদী ৷ কোন এক সময়ের খরস্রোতা নদী শীতলক্ষা ৷ কচুরিপানার আক্রমণে পুকুরের মত দেখা যাচ্ছে নদীটিকে ৷ ছবিতে দেখা যাচ্ছে একজন মাঝি নৌকা নিয়ে প্রাণান্তকর চেষ্টা করছে তাঁর নৌকাখানা এদিক-সেদিক করার জন্য, কিন্তু পারছে না কিছুতেই ৷ মজার ব্যাপার হলো, নৌকাখানি কিন্তু যাচ্ছেনা, সামনের দিকে আসছে অতি কষ্টে, নৌকার বৈঠা দিয়ে মাঝির কৌশল মত কচুরিপানা ফাঁক করে-করে সামনের দিকে এগুচ্ছে ৷