নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা

নিতাই বাবু
Published : 25 August 2016, 09:48 AM
Updated : 25 August 2016, 09:48 AM

আজ ২৫ আগষ্ট ২০১৬ ইং ১০ ভাদ্র ১৪২৩ বাংলা শুভ জন্মাষ্টমী ৷ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যময় ৷ হিন্দু শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানবরূপে মর্তে আবির্ভাব ঘটে ৷ আজ থেকে বহুবছর আগে দ্বাপর যুগে এ দিনে বৈরি সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশে নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন ৷ সেই উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্-যাপন পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদ্-যাপন কমিটি এক শোভাযাত্রা বাহির করে ৷ অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলের বিভিন্ন পাড়া-মহল্লায় শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে, গোদনাইল হাজারীবাগ দূর্গা মন্দিরে অবস্থান নেয় ৷ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও ছিল চোখে পড়ার মত ৷ পরক্ষণে গোদনাইল হাজারীবাগ দূর্গা মন্দিরে এক বিশেষ প্রার্থনায় দেশ ও জনগণের  শান্তি কামনা করে শোভাযাত্রার পরিসমাপ্তি ঘটে ৷