জমে উঠেছে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটগুলো

নিতাই বাবু
Published : 6 Sept 2016, 04:48 PM
Updated : 6 Sept 2016, 04:48 PM

আসন্ন ঈদুল-আযহা সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের পশুরহাট ৷ শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে, পশুরহাট বসিয়েছে ইজারাদার'রা ৷ তার মধ্যে সবচেয়ে বড় পশুরহাট হলো সিদ্ধিরগঞ্জ থানাধীন ঐতিহাসিক চিত্তরঞ্জন কটন মিলস ফুটবল খেলার মাট ৷ এই ঐতিহাসিক চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠ সহ, আশেপাশের রাস্তাঘাট নিয়ে হাটখানার আয়তন হবে প্রায় ২০ একর জায়গা ৷ এই হাটখানা বহু বছর আগে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইজারা দিয়ে আসছে ৷ এই পশুরহাটে পাকিস্তানী উট, দুম্বা সহ বিশাল বিশাল গরু,মহিষ ও ছাগল, ভেড়ার সমারোহ ঘটে যা, শহরের অন্যান্য হাটে তা চোখে পড়ে না ৷

এই হাটে আছে গাড়ি পার্কিং এর জন্য সুবিশাল নিরাপদ জায়গা, আছে ক্রেতা-বিক্রেতের জন্য খাবারের হোটেল ৷ আছে হাট কমিটির নিজস্ব জেনারেটর যা বিদ্যুতের কোন সমস্যা নেই, বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মি ৷ আছে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ৷ পুরো মাঠ ত্রিপল দিয়ে ছাউনি দেওয়া, ঝড়-বৃষ্টি হলেও কোন সমস্যা হবে না ক্রেতা-বিক্রেতাদের ৷ এই ঐতিহাসিক চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে দূরদূরান্ত থেকেও ক্রেতা আসে কোরবানি দেওয়ার পশু কেনার জন্য ৷ গতবছর এই ঈদুল-আযহা উপলক্ষে মাত্র তিন দিনেই শেষ হয়ে যায় এই পশুরহাটের সমস্ত পশু ৷ এবারও এমনটাই আশা করছে হাট কমিটির সদস্য'রা ৷