নারায়ণগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি

নিতাই বাবু
Published : 18 Sept 2016, 04:34 PM
Updated : 18 Sept 2016, 04:34 PM

ঈদুল-আযহা'র আনন্দ শেষ হতে না হতেই, শুরু হয়ে গেল শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ৷ বাংলাদেশের সব জেলা শহরের মধ্যে ঢাকার পরে নারায়ণগঞ্জেই বেশি দুর্গাপূজা হয়ে থাকে ৷ কেন না, এই শহরটিতে হিন্দুদের বসবাস বেশি, তা প্রাচীন আমল থেকেই ৷ আবার ব্যবসায় খ্যাত প্রাচ্যের ডাণ্ডি নারায়ণগঞ্জ বলে কথা, এই শহরে হিন্দুদের'ই ব্যবসা বেশি ৷ সুতা, রং, পাট, কাপড় কেমিক্যাল সহ সবধরণের ব্যবসায় জরিত আছে হিন্দু মালিকেরা ৷ যার কারণেই যে কোন পূজা পার্বণ নারায়ণগঞ্জে বেশি হয়ে থাকে ৷ আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে গত শুক্রবার শহরের রামকানাই আখড়ায় পূজার প্রস্তুতি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়ে গেল প্রশাসন ও পূজা উদ্ যাপন কমিটির ৷ বিভিন্ন পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ, চলছে মণ্ডপ ধোয়া-মোছার কাজ ৷ রাস্তায় ওপর তোরণ নির্মাণের কাজ এখনো শুরু না হলেও প্রস্তুতি চলছে পুরোদস্তুর ৷ প্রস্তুতি চলছে রামকৃষ্ণ মিশনের কুমারীপূজার কুমারী নির্বাচনের, কোন কুমারী মেয়েকে বসাবে এবার মায়ের আসনে ৷

এবার নারায়ণগঞ্জে মোট পূজা মণ্ডপ হবে ১৯০টি, যা আগেকার চেয়ে ৫টি বেশি ৷ ধারণা করা হচ্ছে আগামী ৭ ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১১ ই অক্টোবর মহাদশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব ৷ দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শুরু হয়ে গেছে পূজার কেনা-কাটা, মন্দিরে মন্দিরে চলছে কুমারদের কারুকার্য, বুড়ো-জোয়ানদের রাতদিন আড্ডা আর গপ্পো-গুজব ৷ এখন থেকেই শহরের মার্কেটগুলোতে ভিড় জমতে শুরু করছে রীতিমত ৷ পাড়া-মহল্লায় চলছে পূজা কমিটির চাঁদা তোলার প্রস্তুতি ৷

নারায়ণগঞ্জ শহরে অনেক পূজা হয়, এসবের মধ্যে নাম করা পূজা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে আমলাপাড়া, গলাচিপা, উকিলপাড়া, নন্দিপাড়া, চাষাঢ়া, মিশনপাড়া, শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম, নয়ামাটি, দেওভোগ লক্ষীনারায়ণ জিউর আখড়া, নাগবাড়ি, টানবাজার, টানবাজার সুইপার কলোনি, নিমতলা, নিতাইগঞ্জ, তামাকপট্টি, কদমতলি ও ডাউলপট্টি ৷ শীতলক্ষা নদীর পূর্বপারেও বহু পূজামন্ডপ রেয়েছে সবমিলিয়ে মোট পূজা মন্ডপ হবে ১৯০টি ৷ সিদ্ধিরগঞ্জ থানাধীন হিন্দু পূজাউদ্ যাপন কমিটির উদ্যোগেও এবার অনেক পূজা হবে আশা করা যায় ৷ জেলা প্রশাসনের পক্ষথেকে এবার সবধরণের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে, যা সময়ে বলে দিবে সবকিছু ৷ জয় দুর্গতিনাশিনী, জয় হোক মানবতার ৷