গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপির সংবর্ধনা অনুষ্ঠান

নিতাই বাবু
Published : 21 Oct 2016, 05:26 PM
Updated : 21 Oct 2016, 05:26 PM


গত ২১/১০/২০১৬ইং শেষ হলো, গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান "জিকেএসপি" কাপ অনুর্ধ্ব-১৬ প্রদর্শনী ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান ৷ কয়েক বছর আগে ২০০৬ইং সালে সম্মানিত সংবাদিক গাজী সেলিম সাহেব, সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলের শিশু-কিশোরদের ফুটবল খেলায় উৎসাহিত করার লক্ষ্যে একটি অলাভজনক ও অরাজনৈতিক ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন ৷ তারপর থেকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলের স্বনামধন্য জ্ঞানী-গুণীজনও এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য এগিয়ে আসেন ৷ এই শিক্ষা প্রতিষ্ঠানটির ফুটবল খেলার সুবিশাল মাঠ হলো ঐতিহাসিক "চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠ"৷ এই ঐতিহাসিক চিত্তরঞ্জন কটন মিলস ফুটবল খেলার মাঠখানা খুবই নিছু হওয়ায়, বর্ষায় বা বৃষ্টিতে মাঠটি পানিতে ডুবে থাকতো বছরের বর্ষা মৌসুমে ৷ গত ঈদুল-উল-আযহা'র আগে, সবার অন্তরিক প্রচেষ্টায় মাঠখানা বালু ফেলে ভরাট করা হয়, বর্তমানে একটা সুবিশাল স্টেডিয়ামের মত ৷


আগেকার সময় নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর দুই পাড়ে, কয়েকটা বস্ত্র কারখানা ছিল ৷ মিলগুলি হলো যথাক্রমে: ১নং ঢাকেশ্বরী কটন মিলস, ২নং ঢাকেশ্বরী কটন মিলস, আদর্শ কটন মিলস, চিত্তরঞ্জন কটন মিলস, লক্ষীনারায়ণ কটন মিলস, বাংলাদেশ টেক্সটাইল মিলস, বাওয়ানি কটন মিলস ৷ এইসব মিলগুলির মধ্যে ১নং ঢাকেশ্বরী কটন মিলস ছিল এশীয়া মহাদেশের শ্রেষ্ঠ বস্ত্র কারখানা ৷ ছোটবেলায় দেখতাম এইসব মিলগুলির মধ্যেও এক মিলের সাথে অন্য মিলের ফুটবল প্রতিযোগিতা চলতো ৷ দেশের বড়বড় নামী-দামী ক্লাবের ফুটবলার আর মিলের বেতনভুগি ফুটবলদের সমন্বয়ে এই ফুটবল খেলার প্রতিযোগিতা চলতো পুরোদস্তুর ৷


প্রতিবছর ওইসব মিলের কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেক মিলের ফুটবলার দ্বারা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতো, সেসব মিলের নিজস্ব খেলার মাঠও ছিল ৷ বর্তমানে সেইসব মিলও নাই, আর খেলার উপযোগী মাঠও নাই ৷ এই চিত্তরঞ্জন কটন মিলস এর খেলার মাঠখানাই বর্তমানে গোদনাইল এলাকার একমাত্র ফুটবল খেলার মাঠ ৷ এই মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছে "সোনালী অতিথ" নামে একটা ফুটবল সংঘটন, আর গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (জিকেএসপি) ও এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ ৷


এই "গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (জিকেএসপি) এর বহু খেলোয়াড় বর্তমানে দেশের বিভিন্ন বড়বড় ক্লাবের হয়েও খেলছে, যা এই প্রতিষ্ঠানের একটা সুনাম ৷ আর এই মাঠে হাতেখড়ি দেয়া অনেক ফুটবলার দেশের জাতীয় দলের হয়েও খেলছে ৷ এই সুনাম ধরে রাখার জন্যই প্রতিবছর কৃতি খেলোয়াদের ফুটবল খেলায় আরো উৎসাহিত করার লক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠান ৷ অনুষ্ঠানের দিন সকল ফুটবলারদের নিয়ে একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ৷ এই ফুটবল ম্যাচকে ঘিরে এইদিন সকাল থেকেই মাঠের বাহিরে থাকে সাজ- সাজ ভাব, আর থাকে বহু হরেক রকমের দোকান ৷ যেন এক বৈশাখী মেলা ৷


এবারের জিকেএসপি কাপ অনুর্ধ্ব-১৬ প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী৷

গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(জিকেএসপি)
ফুটবল দল (সিদ্ধিরগঞ্জ)
বনাম
মোনেম মুন্না স্মৃতি ফুটবল কোচিং সেন্টার(বন্দর)

"এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচয়"

গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( জিকেএসপি)
প্রতিষ্ঠাতা ও সভাপতি: সাংবাদিক গাজী সেলিম আহমেদ ৷
প্রধান কার্যালয়: গাজী বাড়ি, সৈয়দপাড়া, গোদনাইল, নারায়ণগঞ্জ ৷
খেলার মাঠ: ঐতিহাসিক চিত্তরঞ্জন ফুটবল খেলায় মাঠ ৷

"সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন"

প্রধান অতিথি: জনাব বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন,
সভাপতি: নারায়ণগঞ্জ সিটি ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ ৷
প্রধান উদ্বোধক: জনাব মনির হোসেন মাধবর, সদস্য, লক্ষীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় ৷
প্রধান আলোচ্যক: জনাব নূর আলী, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সিটি ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ ৷
বিশেষ অতিথিবৃন্দ:
জনাব হাজী ইফতেখার আলম (খোকন), সভাপতি, গোদনাইল উচ্চ বিদ্যালয় ও প্রচার সম্পাদক, আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ মহানগর ৷
জনাব কাজী নাজমূল ইসলাম বাবুল, সদস্য, চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় ৷
জনাব নূর হোসেন, সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা সোনালী অতীত ক্লাব ৷
জনাব মাসুম মাদবর, সভাপতি, নারায়ণগঞ্জ সিটি ১০নং ওয়ার্ড যবলীগ ৷
জনাব আব্দুল কাদের মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, আরামবাগ ৷
জনাব আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, আরামবাগ ৷
জনাব কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সিটি ১০নং ওয়ার্ড যুবলীগ ৷
জনাব সালাউদ্দিন খোকন মাদবর, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ৷
জনাব আকতার হোসেন, সাবেক কৃতি ফুটবলার, গোদনাইল, নারায়ণগঞ্জ ৷
জনাব মোস্তফা মিয়া, সাবেক কৃতি ফুটবলার, গোদনাইল, নারায়ণগঞ্জ ৷
জনাব আব্দুর রশিদ, সাবেক কৃতি ফুটবলার, গোদনাইল, নারায়ণগঞ্জ ৷
জনাব কাজী আমির হোসেন, সভাপতি, নারায়ণগঞ্জ সিটি ১০নং ওয়ার্ড ছাত্রলীগ ৷
জনাব হানিফ প্রধান, কৃতি ফুটবলার, গোদনাইল, নারায়ণগঞ্জ ৷
জনাব মনোয়ার হোসেন (মনা), সাবেক কৃতি ফুটবলার, গোদনাইল, নারায়ণগঞ্জ ৷
জনাব সাইফুল ইসলাম, পরিচালক, জ্ঞানের আলো কোচিং সেন্টার, গোদনাইল, নারায়ণগঞ্জ ৷
জনাব হাজী মোঃ সিরাজ, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা কল্যাণ সোসাইটি ৷
জনাব মোঃ ইসলাম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, গোদনাইল রসূলবাগ, নারায়ণগঞ্জ ৷
"সভাপতিত্ব করেছেন"
সাংবাদিক গাজী সেলিম আহমেদ, প্রতিষ্ঠাত ও সভাপতি: গোদনাইল, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, (জিকেএসপি) ও প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ফুটবল কোচেস এসোসিয়েশন ৷

সব শেষে বিকাল ৪:৩০মিনিটের সময় খেলা শুরু হয়

"গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (জিকেএসপি)
বনাম
মোনেম মুন্না স্মৃতি ফুটবল কোচিং সেন্টার (বন্দর)

দুই দলের তুমুল লড়াইয়ের পর ১-০ গোলে হেরে যায়, গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (জিকেএসপি) পরিশেষে বিজয়ীদের মাঝে "গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(জিকেএসপি)এর পক্ষ থেকে পুরস্কার দেয়া হয় ৷ পুরস্কার মধ্যে ছিল "গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(জিকেএসপি) এর কাপ ৷ তারপরে খেলায় অংশগ্রহণকারী সব খেলোয়াদের একটি করে স্বাগতিক পুরস্কার বিতরণ করা হয় ৷ পুরস্কার বিতরণী পর্ব শেষ করে, "গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(জিকেএসপি) এর প্রতিষ্ঠাতা জনাব গাজী সেলিম আহমেদ সাহেব ৷ পরে এক স্বাগতিক ভাষণের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ৷

এই সংবর্ধনা অনুষ্ঠানের একটি ভিডিও :

https://www.youtube.com/watch?v=LxA_AdRRbOs