আপনারা কাদবেন না, আমাদের কাদাবেন না

সুলতান মির্জা
Published : 22 March 2012, 10:00 AM
Updated : 22 March 2012, 10:00 AM


আপনারা কাদবেন না, আমাদের কাদাবেন না…পরাজয়েও আমরা আপনাদের নিয়ে গর্বিত… আমাদের একটিই চাওয়া… যেন এই টিম স্পিরিট আর ব্যক্তিগত নৈপুণ্যে এক সিরিজের না হয়ে ধারাবাহিক ভাবে অব্যহত থাকে। গো টাইগার গো…উই দ্যা নেশন উইথ ইউ।

১৯৯৯ সাল প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ জিতলাম।
তখন সময় ছিল এই রকম যে ৫০ ওভার খেললেই আমরা খুশি হতাম!

২০০৩ আবার কিছু কিছু করতে লাগলাম ।
তখন সময় ছিল এই রকম যে ২৫০ রান করলে বা কঠিন লড়াই করলে বলতাম বাহ বাংলার সোনার ছেলেরা খুব ভাল খেলেছে। আর মাঝে মাঝে একটা দুইটা দুর্ঘটনা ঘটাতাম। মানে বড় টিমকে হারাতাম !

২০১১ দেখালাম আমাদেরও সামর্থ্য আছে। একদিন বাঘের আওয়াজও সবাই শুনবে!

২০১২ জানিয়ে দিলাম ২৫০ মানেই ভাল নয়। লড়াই করে জেতার এখন শুধুই জয়ের নেশা!

সময়ে অনেক কিছুই পাল্টেছে।
পাল্টায়নি আবেগ।
আজও জিতলে রাস্তায় নেমে যাই।
যেমনটা করতাম ১৯৯৯ সাল থেকে ।
এবার বাঘের গর্জন করার সময় এসেছে।
এখন থেকে আর বড় কোনও দল নেই।
বড় দল আবার কি? এখন থেকে আমরাই বড় দল। সব ম্যাচই জিতব!! যেই ম্যাচ হারব ওটাই দুর্ঘটনা!

ফাইনাল ম্যাচ যদি আমরা হেরেছি পাকিস্তানের বিপক্ষে এটা ছিল একটা দুর্ঘটনা।

ছবি: ক্রিকইনফো ডট কম
@সুলতান মির্জা
২২/০৩/২০১২ ইং