কিশোরগঞ্জের এক গ্রামে

ডঃ আবু নোমান মুহাম্মদ আতাহার আলী
Published : 27 May 2017, 08:51 PM
Updated : 27 May 2017, 08:51 PM

জৈষ্ঠের আকাশে কখন যে চারদিকে মেঘ কালো করে অন্ধকার নেমে আসে তার ঠিক নেই। রাখালেরা গরু নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে – কৃষাণীরা ব্যস্ত হয়ে পরে গোলায় ধান তুলতে। কিন্তু শিশুদের কাছে জৈষ্ঠের মেঘঘন আকাশ মানে আম কুড়ানোর ধুম, জীবনের আনন্দের আরেক রূপ। ছবিটি কিশোরগঞ্জের এক গ্রাম থেকে তোলা।