ডঃ আবু নোমান মুহাম্মদ আতাহার আলী
Published : 19 August 2017, 08:14 PM
Updated : 19 August 2017, 08:14 PM

এই  মাছটির নাম  Pipe Fish । লম্বা ও পাতলা গড়নের মাছটি দেখতে অনেকটা সাপের মতো। ভারত  মহাসাগর ও প্রশান্ত  মহাসাগরে প্রধানত এদের  বাস। পানির  নিচে ভেলন সারিয়া নামে এক প্রকার ঘাসে থাকে বিধায়  অন্যান্য জলজ প্রাণীরা  এদের খুব  একটা দেখতে পায় না।

পাইপ  ফিশের  প্রজনন  প্রক্রিয়াটি  খুব মজাদার।  সহবাসের  সময় স্ত্রী  মাছটি  তার শুঁড়  দিয়ে পুরুষ মাছের  শাবক থলিতে ডিম প্রবেশ করিয়ে  দেয়। এই সময়  পুরুষ মাছটি এস (S)  আকৃতি  ধারণ করে এবং  ডিমকে  ফার্টিলাইজ  করতে  থাকে। সঙ্গমের এক পর্যায়ে  পুরুষ  মাছটি সেই  উর্বর  ডিমে তার স্পার্ম নিক্ষেপ  করে। অতঃপর পুরুষ মাছটি কয়েক সপ্তাহ নিজের গর্ভে সন্তানকে ধারণ করে এবং বাচ্চা পাইপ ফিশের  মাছের  জন্ম দেয়।
গত  ৩০ জুলাই ব্যাঙ্কক বেড়াতে গিয়ে সী-লাইফ ওশান ওয়ার্ল্ড একুরিয়াম থেকে ছবিটি তোলা (লেখক কর্তৃক)।