সৌন্দর্যের বুকে পেরেক!

নাছির মাহমুদ
Published : 19 Nov 2012, 05:05 PM
Updated : 19 Nov 2012, 05:05 PM

সিলেটের প্রবেশদ্বার হিসেবে খ্যাত হুমায়ুন রশিদ স্কয়ার। সিলেটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় স্পীকার জনাব হুমায়ুন রশিদ চৌধূরী এর স্মৃতিকে ধরে রাখার নিমিত্ত সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় হুমায়ুন রশিদ স্কয়ার নির্মিত হয়েছে। বেশ কয়েকটি সড়কের সংযোগস্থল এ স্কয়ার। স্কয়ারের সৌন্দর্য বর্ধনের জন্যে এখানে পানির ফোয়ারাসহ ফুলের বাগান করে চমৎকার দৃষ্টি নন্দন ত্রিভুজাকার স্থাপনা গড়ে তোলা হয়েছে। কিন্তু এ দৃষ্টি নন্দন স্থাপনার বুকে পেরেক ঠুকা হয়েছে। বাঁশের খুঁটিসহ বিভিন্ন ধরণের খুঁটির সাহায্যে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংগঠনিক প্রচার প্রচারণার জন্যে ব্যানারসহ বিল বোর্ড এমনভাবে স্থাপন করা হয়েছে যে, মূল স্থাপনায় কী আছে এখন আর দেখা যায় না। সম্প্রতি নতুন করে ফুলগাছ লাগানোর কাজ চলছে, হয়তো পানির দৃষ্টি নন্দন ফোয়ারাও আবার সচল হতে পারে কিন্তু এসব বিলবোর্ড, ব্যানার না সরালে এ স্কয়ারের মূল সৌন্দর্য ফুটে উঠবে না। সিলেটের এ প্রবেশদ্বারের সৌন্দর্য রক্ষায় যথাযথ কর্তৃপক্ষসহ রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। সিলেটের সৌন্দর্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। আসুন, আমরা সৌন্দর্যের বুকে পেরেক না ঠুকে বরং এ দৃষ্টি নন্দন স্থাপনার সৌন্দর্য বর্ধনে এক যোগে কাজ করি।