কোন সাহসে তৃণমূলের রাজনীতি করে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন?

নুর ইসলাম রফিক
Published : 31 March 2017, 06:27 AM
Updated : 31 March 2017, 06:27 AM

যে দেশে সাবেক প্রেসিডেন্টের স্ত্রী বা সন্তান প্রধানমন্ত্রী হন, যে দেশে প্রেসিডেন্টের সন্তান তার আসনে এমপি হন, যে দেশে সাবেক মন্ত্রীর স্ত্রী বা সন্তান এমপি বা মন্ত্রী হন, যে দেশে রাজনৈতিক বকলম, খ্যাতিমান শিল্পপতি, বিখ্যাত কোম্পানির মালিক, অমুক তমুক ব্যবসায়ী এমপি হন, যে দেশে সাবেক মেয়রের সন্তান মেয়র হন, সে দেশে কোন সাহসে আপনারা আপনাদের সাধারণ বাবার সন্তান হয়ে তৃণমূলের রাজনীতি করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা এমপি হওয়ার স্বপ্ন দেখেন?

আপনারা কি এখনো বুঝতে পারছেন না যে, আপনাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে মিথ্যে আদর্শ আর অপক্ষমতা নামক পদের দোহাই দিয়ে? একদিন বুঝবেন, ঠিকি বুঝবেন। কিন্তু সেদিন আর সেই বুঝটাকে কাজে লাগাতে পারবেন না

হ্যাঁ অনেকেই রাজনীতি করে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন ঠিক। কিন্তু তারা কারা? নিশ্চয়ই আপনাদের তা অজানা নয়। এরা হচ্ছেন তারা, যারা কোন না কোন খ্যাতিমান ক্ষমতাধর বাবার সন্তান, কিংবা ভাতিজা, ভাগিনা অথবা অন্য কিছু। টেন্ডারবাজি, ক্ষমতা লোভী, বিখ্যাত তেলবাজ ইত্যাদি ইত্যাদি তাদের বৈশিষ্ট্য বাকীটুকু আর আমার বলা লাগবে না, আপনাদের তৃনমূল রাজনৈতিক গুনেই বুঝে নিতে পারবেন আমি জানি। এটা যদি বুঝে নিতে পারেন তবে কেন আপনারা সাধারণ বাবার সন্তান, ভাতিজা, ভাগিনারা বুঝতে পারছেন না আপনাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে

প্রমাণ তো পাচ্ছেন বর্তমান নির্বাচনগুলি বিদ্রোহী প্রার্থী নামক পদ পদের ব্যক্তির রাজনৈতিক পদ ত্যাগের মাধ্যমে