গুগল স্কলার বাংলাদেশি বিজ্ঞানী এবং গবেষকদের অভিনন্দন!

নুরুন নাহার লিলিয়ান
Published : 29 June 2015, 06:01 PM
Updated : 29 June 2015, 06:01 PM

সম্প্রতি গত মে মাসে গুগলের এক রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীর বিজ্ঞানী এবং গবেষকদের গবেষণার সাইটেসন citations গুগল স্কলারে Google Scholar Citations public profiles এ বাংলাদেশি বিজ্ঞানী এবং গবেষকদেরও নাম অন্তর্ভুক্ত হয়। কোটি বাংলাদেশিদের মাঝে মাত্র কয়েকশো বিজ্ঞানী এবং গবেষক। এই উৎসাহদায়ক এবং গর্ব করার মতো খবরগুলো খবরের কাগজে কিংবা ইলেক্ট্রনিক মিডিয়াতে দেখা যায়না। কতো অদ্ভুত দেশ আমাদের! পত্রিকা এবং টেলিভিশনে শুধু দেখা যাবে রাজনীতি এবং কোন দুর্ঘটনার বিষয়বস্তু ঘণ্টার পর ঘণ্টা মানুষের মগজে ঢুকছে । মানুষের চিন্তা শক্তি নির্দিষ্ট কিছু দুর্ঘটনায় আর অদ্ভুত রাজনীতি আলোচনায় দিনের পর দিনের নষ্ট হচ্ছে । একটা দেশ বা জাতি তখন এগিয়ে যায় যখন সে দেশের মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে। ভাল বিষয়গুলো সাধারন মানুষের সামনে তুলে ধরা হয় । নতুন প্রজন্ম স্বপ্ন দেখতে পারবে না যদি তাদের সামনে আমাদের অর্জনের জায়গাগুলো স্পষ্ট করে প্রকাশ না করা হয় । বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়া আজকের পৃথিবী চিন্তা করা যায় না । সে জায়গায় আমাদের দেশের বিজ্ঞানীরা তাদের দেশের মাটিতে অনেক বেশি অবহেলিত । তাই তো উন্নত মেধা এবং শিক্ষা নেওয়ার পর অনেকে দেশে ফিরে যেতে চায়না । যে দেশে গুনের সমাদর নেই সেই দেশে গুণী জন্মাতে পারে না । আমাদের জাতীয় কল্যাণে এই গুণী মেধাবীরা নিরলস কাজ করে যাচ্ছে । তাদেরকে আমাদের নতুন প্রজন্ম এবং সাধারন মানুষের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব । বাংলাদেশের বিজ্ঞান চর্চা সমাদৃত হোক । আমাদের বিজ্ঞানীরা আমাদের দেশকে আরও গর্বিত করুক । দেশের নাম তুলে ধরে সারা পৃথিবীর বুকে নতুন পরিচয় নতুন ইতিহাস তৈরি করুক এই বিজ্ঞানীরা। এই গর্বিত বিজ্ঞানীদের প্রানঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।

http://www.webometrics.info/en/node/138