নুরুন নাহার লিলিয়ান
Published : 26 Sept 2016, 05:50 PM
Updated : 26 Sept 2016, 05:50 PM

পৃথিবীর শান্তির নীড় হিসেবে খ্যাত দেশটির নাম কানাডা। যে দিকে চোখ যায় মানুষ শুধু কাজ আর হাসি বিনোদনে ব্যস্ত। বছর কয়েক আগে মন্ট্রিয়ালের ওল্ড পোর্টে ঘুরতে গিয়েছিলাম। অসাধারন সুন্দর এক জায়গা। পোর্টে ভীরে আছে নৌকা, বোট আর জাহাজ। রেস্তরা গুলো ব্যস্ত ক্রেতাদের মনোযোগ আকর্ষনে। আমি আর মন হারিয়ে যাই অতীতে। কানাডার পুরনো বিল্ডিং গুলো ইউরোপিয়ান স্টাইলে। তেমনি এক ভবনের ফাঁক দিয়ে উকি দেওয়া সূর্যের চাহনি। যে সৌন্দর্যে স্মৃতিরা ভেসে যায় বিস্মৃতির খরস্রোতা নদীতে।

অনেক ছবির মাঝে প্রকৃতির এমন রূপ আমাকে বিমুগদ্ধ করে। তাই নিজের ক্যামেরায় তুলে নিয়ে নিজের স্মৃতিতে বন্দি করি।