অজানা জাপানি আইনু সংস্কৃতি

নুরুন নাহার লিলিয়ান
Published : 4 March 2017, 06:08 AM
Updated : 4 March 2017, 06:08 AM

জাপানে আইনু (Ainu) মানুষ সম্পর্কে অনেকেই জানে না। ধারনা করা হয় এবং গবেষণায় দেখা যায় আইনুরাই নাকি জাপানিদের আসল পূর্বসূরী। তবে অনেকেই তাদের মেনে নিতে চায় না। জাপানি এই আদিবাসীদের কিছু হোক্কাইডো আইল্যান্ডে এবং আমেরিকার হাওয়াই আইল্যান্ডে দেখা যায়। জাপানি ভাষার অনেক শব্দ এখনও যা ব্যবহার করা হয় তা আইনু ভাষা থেকে আসা। কিন্তু কেন জানি তারা নাগরিক অনেক অধিকার থেকে বঞ্চিত। সব দেশেই আদিবাসী নিয়ে জটিলতা থাকে। হয়ত তাদেরও আছে । একদিন সময় আর সুযোগ হয়েছিল খুব কাছ থেকে আইনু ভিলেজ, সংস্কৃতি আর মানুষ দেখার।
এই বিষয় খুব শীঘ্রই একটা ভ্রমণ অভিজ্ঞতা প্রকাশ করব।