কুকুরের প্রতি ভালোবাসা

নুরুন নাহার লিলিয়ান
Published : 5 April 2017, 06:16 PM
Updated : 5 April 2017, 06:16 PM

জাপানিদের কুকুর আর বিড়ালের প্রতি গভীর ভালোবাসার কথা সবাই জানে । মাঝে মাঝে এই কুকুর বিড়াল নিয়ে তাদের নিত্য দিনের জীবন শৈলী দেখে খুব মুগ্ধ হতাম । মনের অজান্তেই অনেক ভাবনা ছুঁয়ে যেত মনে। কুকুর-বিড়াল নিয়ে তাদের জীবনেও নানা রকম গল্প ছড়িয়ে আছে। যে গল্পগুলো নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। কখনও নিজের সন্তানও এতোটা ভালোবাসা পায় না একটি সৌভাগ্যবান কুকুর যতোটুকু ভালোবাসা পায়। একদিন জাপানের সাপ্পোরো শহরে অদুরি পার্কে আমার ক্যানন ক্যামেরায় এই ছবিটি তুলে ছিলাম।

আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই। একটি ভারী ক্যামেরা নিয়ে ঘুরার অভ্যাসও নেই। খুব সাধারন জীবনযাপনে হাতের কাছে যা থাকে তা দিয়েই মনের চিন্তা বা অনুভূতি ধরে রাখতে ভাল লাগে । ব্লগে সে সুযোগটা আছে বলে মাঝে মাঝে ছবি পোষ্ট দেওয়ার দুঃসাহস দেখাই । ঠিক ছবিতে কোন দৃশ্য নয় চিন্তাটাই প্রকাশ করতে চাই। চারিদিকে হাজারও রকমের মানুষের ভিড়ে হাজারও চিন্তা । মানুষের চিন্তাগুলো আলাদা বলেই জীবন শৈলীগুলোও আলাদা ।