ফুলের রাজ্য ‘লিলি গার্ডেন’

নুরুন নাহার লিলিয়ান
Published : 21 April 2017, 05:30 AM
Updated : 21 April 2017, 05:30 AM

দ্য ওয়ার্ল্ড লিলি গার্ডেন নামে খ্যাত লিলি ফুলের রাজ্য জাপানের ইউরিগাহারা পার্ক। এই অপূর্ব সুন্দর পার্কটি হোক্কাইডো আইল্যান্ডের সাপ্পোরো সিটিতে পাঁচ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। নানা ধরনের লিলি গাছের চাষ হয় এই গার্ডেনে। যে দিকে চোখ যাবে শুধুই লিলি ফুল। জুন-জুলাই আর অগাস্টে নানা জাতের লিলি ফুল হয়। রজি লিলি, ক্যান্ডেল স্টিক লিলি, মারটাগন লিলি, ম্যাডোনা লিলি, রিগেল লিলি সহ নানা ধরনের লিলি ফুলের অসাধারণ এই পার্কে একদিন যাওয়ার সুযোগ হয়েছিল। খুব ভালো লেগেছিল। জাপানিরা সত্যি নান্দনিক জাতি।

মানুষের একটা জীবন কতটুকুই সৌন্দর্য বহন করতে পারে? একটা মানুষের জীবনে কতটুকু ভালোবাসা প্রয়োজন? তা আমাদের কারও হয়তো জানা নেই। এই সুন্দর জায়গাগুলোতে গেলে মনে হয় আরও অনেকটা সময় ধরে বেঁচে থাকি। আহা পিছনে ফেলে আসা সময়গুলো যদি সামনের গুলোর সাথে যোগ করা যেতো! খুব ভাল হতো।