পঞ্চবটিতে নর্দমা থেকে অ্যাডভেঞ্চার ল্যান্ড!

নুরুন নাহার লিলিয়ান
Published : 7 July 2017, 02:23 AM
Updated : 7 July 2017, 02:23 AM


(ছবিটি আমার নিজের মোবাইলে তোলা)

রাজধানি ঢাকা থেকে মুন্সিগঞ্জে সড়ক পথে যাওয়ার সময় নারায়ণগঞ্জের পঞ্চবটিতে একটা বড় নর্দমায় ঢাকা জায়গা সব সময় পথচারীদের কাছে অভিশাপের মতো ছিল। সারাটা পথ ভালো চলাচল করলেও এই পথের গন্ধে মানুষ নাক মুখে কাপড় চেপে রাখতো। অনেকেই বমি করে দিতো। ভয়াবহ রকম ভাবে এই পথটা বেশ অপ্রত্যাশিত ছিল।

বেশ কয়েক বছর ধরে সেখানকার পরিবেশ ভিন্ন রূপ নিয়েছে। কারও মহৎ উদ্যোগে সেখানে এডভেঞ্চারল্যান্ড গড়ে উঠেছে। এই বিষয়টা যত বার ভাবি ভাল লাগে। উইকিপিডিয়া কিংবা অন্যকোন মাধ্যমে তেমন কোন তথ্য সংগ্রহ করতে পারলাম না। তবে পুরোনো বিভিন্ন খবরের লিংক থেকে জানা যায় পিপিপি এর আওতায় এই এডভেঞ্চার ল্যান্ডটি কয়েক বছর আগে তৈরি হয়েছে।

যাই হোক নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ শহরের মানুষদের জন্য এই এডভেঞ্চার ল্যান্ড বেশ সুখবর বহন করে। আশাকরি বাংলাদেশে ময়লার স্থান এবং অপ্রয়োজনীয় জায়গা গুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশে নতুন কিছু করা সম্ভব। যা মানুষের জীবনে নতুন নান্দনিকতার ছোঁয়া দিয়ে যেতে পারে। সেই সাথে ময়লা ফেলার সঠিক জায়গাগুলোর রক্ষণাবেক্ষণ করে দেশে ময়লার সমস্যা সমাধানে সবার এগিয়ে আসা উচিত।