সমন্বয়ে ৮২.১৬, আমরা কি ১০০ এর দিকে এগিয়ে যাচ্ছি?

অমিত
Published : 13 May 2011, 04:59 AM
Updated : 13 May 2011, 04:59 AM

আমি যখন ব্লগটি লিখছি, তার ঠিক একদিন আগে ঢাকা সহ সারা দেশে সকল শিক্ষা বোর্ডে ২০১১ সালের এস এস সি পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। সকল বোর্ড সমন্বয়ে পাসের হার ৮২.১৬ ভাগ। যা কিনা গতবারের চেয়েও বেশি। শুনতে অবশ্যই ভাল লাগার মতো ব্যাপার। কিন্তু একটু ভেবে দেখেন তো যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? আমি তো ভয়ে আছি আগামি কয়েক বছরের মধ্যে সমন্বিত পাসের হার ১০০ না ছুঁয়ে বসে। এত দ্রুত শিক্ষা ক্ষেত্রে মেধার উন্নয়ন হয়ত অনেক উন্নত দেশেও সম্ভব হয়নি। বাংলাদেশ যেহেতু সকল কিছু সম্ভবের দেশ তাই এখানে সম্ভব। না জানি কি দিয়ে আমাদের মগজ তৈরি করে দিয়েছিলেন বিধাতা। একটা ব্যাপার এবারে সম্ভবত প্রথম দেখলাম আমি, যা হল সমস্ত পত্রিকায় পাসের হারের এই 'অগ্রগতি' কে ভূয়সী প্রশংসা করেছে। গতবার গুলতে যেখানে বলা হচ্ছিল এই ক্রমবর্ধমান পাসের হার আমাদের কাল হয়ে দাঁড়াবে, যা আদতে নিকশ সত্য কথা। এই ব্যাপারটা কি আসলে কতৃপক্ষকে সন্তুষ্টির আবহ প্রদান সেই সঙ্গে কিছু সুবিধা এবং 'নেক নজরে' থাকার চেষ্টা কিনা আমার কাছে পরিস্কার নয়। প্রশ্ন প্রণয়নে নতুনত্ব, কিংবা সিলেবাসের পরিবর্তন কখনই এমন ব্যাপক হারে মেধার স্ফুরণ এত দ্রুত ঘটতে পারে না। আমাদের মগজ তো আর কম্পিউটার জেনারেটেড সফটওয়্যার নয় যে কিছু syntax এর পরিবর্তন আমুল পরিবর্তন এনে দেবে। আসলে আমি এতক্ষণ যা বলার চেষ্টা করে আসছি তা হল, যে ভাবে কাগজে কলমে পাসের হার বেড়ে চলছে তা আমাদের দেশের ভবিষ্যতের জন্য কোনোভাবে ভাল কিছু বয়ে আনতে পারবে না। কি দরকার এত পাসের, যদিনা এরাই পরে বোঝা হয়ে যায়। একটু ভেবে দেখেন দয়া করে।