ইনু সাহেব কে রাজাকার নিজামীকে ক্ষমা করার?

এম আলম অভি
Published : 30 Dec 2012, 05:22 PM
Updated : 30 Dec 2012, 05:22 PM

গতকাল একটি বেসরকারি টেলিভিশনে "তথ্য মন্ত্রী ইনুর সাথে" নামক একটি অনুষ্ঠান দেখলাম। উপস্থাপক রাহুল রাহা অনেক গুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেই প্রশ্ন গুলো আমারও মনে মনে ছিল। আসা যাক মূল কথায়। এবার নিজামীর সাথে ইনু সাহেবের করমর্দনের ছবি নিয়ে প্রশ্ন করা হলো। ইনু সাহেব খুব খুশি হয়ে উত্তর দিতে আগ্রহ জানালেন। তিনি বললেন "ঘটনাটি ৯০ এর দশকের, তিনি মাপ চেয়ে আমার হাত ধরেছিলেন" কিন্তু তিনি শেষ পযর্ন্ত হাত মেলালেন ও ক্ষমা চাইলেন! আমার প্রশ্ন হলো ইনু সাহেব কে নিজামীকে ক্ষমা করার? ইনু সাহেব সেই সময় কি মন্ত্রী ছিলেন না, যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলেন?

তাহলে কি তিনি মিথ্যা তথ্য দিলেন! ব্লগে অনেকই বলেছেন তখন নিজামী সাহেবের সাথে তার খুব ভাল যোগাযোগ ছিল। ঐ দিন তাদের সাথে অনেক সময় আলাপ হয়। সহজভাবে আমি বলতে চাই তখন যুদ্ধাপরাধীদের বিচার কোন ইস্যু ছিল না, তাই তার কথা কোন ভাবে মেনে নিতে পারছি না। বি,এন,পি রাজাকারের মন্ত্রী বানিয়ে যেই অপরাধ করেছে, তা থেকে কোন অংশে কম নয় মন্ত্রী ইনুর অপরাধ!

শুধু তাই নয়, তিনি বলেন শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক রাজনীতিতে অক্ষম ছিল।