ছাত্রলীগের গুলিতে নয় বছরের শিশু রাব্বির মর্মান্তিক মৃত্যু কেন, জবাব চাই প্রধানমন্ত্রী?

এম আলম অভি
Published : 20 Jan 2013, 06:10 AM
Updated : 20 Jan 2013, 06:10 AM

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দু'গ্রুপের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাব্বির (৯) বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সূত্রঃ প্রথম আলো

মাননীয় প্রধানমন্ত্রী আর কতো রাব্বির মৃত্যু হলে আপনার সোনার ছেলেদের (ছাত্রলীগ) নিয়ন্ত্রণ করবেন? নাকি বলবেন কারো সন্তান পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের না!

এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুদ্ধ বাংলায় বলবেন,গোলাগুলির কাছে রাব্বির যাওয়ার কি দরকার ছিল? কারণ ছাত্রলীগ গোলাগুলির সময় তো আর ফুলের মালা নিয়ে যাবে না! তাই রাব্বির সেখানে যাওয়ার দরকার ছিল না! এবং তাদের জন্য মন্ত্রীসভায় আলোচনা না করে ক্রয় করা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকার অস্ত্র!

"কোরবানি ছাড়া পদ্মা সেতু হবে না"….দপ্তর বিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত সেনগুপ্ত আপনাকে বলছি, বিশ্বজিৎ ও ৯ বছরের শিশু রাব্বিকে তো ইতিমধ্যে ছাত্রলীগ বলি দিয়ে দিয়েছে! আর কত?

গ্রেপ্তার চাই,বিচার চাই, শাস্তি চাই।
ছবিঃ প্রথম আলো, আমার দেশ ও বাংলা নিউজ২৪.কম