আগুনের মৌসুম – প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়!

সংকলক
Published : 4 Sept 2008, 09:12 AM
Updated : 22 Dec 2010, 12:56 PM

আগুনের মৌসুম শুরু হয়েছে। গার্মেন্টস জ্বলছে। বস্তি জ্বলছে। বেশ কয়েক যুগ যাবত প্রকট এ সংকট এখনও চলছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপক দল ও সরঞ্জামাদি নেই। মানুষ মরছে। গলিত, পতিত দৃশ্য দেখে দেখে আমরা ভাত গিলছি। টিভিতে উপাদেয় পন্য, রিপোর্টারের ব্রেকিং নিউজ। বিডিনিউজ২৪ জানিয়েছে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানা এলাকায় আগুনে ১২০টি ঘর পুড়ে গেছে।

কিছুদিন আগে হামীম গ্রুপে আগুন লেগেছে। আমাদের অস্থিমজ্জায় অঙ্গীভূত গার্মেন্টস ও এর শ্রমিক ধাউধাউ করে পুড়ে গেলো। উহ আহ করে আমরা আফসোস করলাম। তারপরে নতুন ব্রেকিং নিউজ..হারিয়ে গেলো নতুন আগুনে।