সফল হতে চাইলে বিশ্ববিদ্যালয় কোন বাধা হতে পারেনা

মীর আশরাফ আলী
Published : 31 Oct 2014, 06:02 AM
Updated : 31 Oct 2014, 06:02 AM

নিন্দুকেরা তোমাকে নিন্দাই করবে যদি তুমি কোন কিছুতে ব্যার্থ হও কিন্তু চরম সত্য কথা হল এটাই যে তারা তোমাকে কোন দিন ও সাহায্য করবে না কিংবা উৎসাহ ও দিবেনা শুধু তোমার নিন্দা করে তোমাকে আরো পিছিনের দিকে ঠেলে দিবে । আমরা শুনি University Admission এ চান্স না পেয়ে আত্মহত্যা , জীবন নষ্ট সহ আরো অনেক কিছু ! যারা এইবার চান্স পাওনি তারাও হয়ত শুনতে শুরু করে দিয়েছ তাদের কে বলি তোমার জীবনের কাছে University সামান্য একটা পিপড়ার মত !!!! তাহলে কেন তুমি তোমার জীবন টা নষ্ট করবে একটা সামান্য পিপড়ার জন্য? আমি জানি অনেকেই বলবে তোমাদের কে University চান্স পেলে না তো তোমার জীবন টাই …. !!

আমি বলি এই সব কথা গুলোর আর কোন Value নাই ! Traditional সমাজ কিন্তু আমাদের দেশের ৪৭% শিক্ষিত বেকার ই বানিয়েছে সেই প্রশ্ন করলে সেই সমাজ কোথায় মুখ লুকাবে? আর University ই যদি তোমার সব হবে তো তুমি তাকিয়ে দেখ তোমার পাশেই এমন অনেক কে পাবে যাদের University ডিগ্রী নাই কিন্তু তারা দিব্বি সুখেই দিন কাটাচ্ছে ! আর একটা কথা তুমি University চান্সে না পেলে অন্য কোথাও পড় সেখান থেকেই University কে পিছনে ফেলার অনেক সুযোগ আছে ! একটু ভেবে দেখ Institute আসলেই তেমন কোন ভুমিকা রাখে না যদি তাই হত তাহলে ওই অজ গ্রামের কলেজে পড়ে একটা ছেলে শহরের নামি দামি কলেজে পড়া একটা ছেলের সামনে দাড়াতে পারত না ! কিন্তু দাড়ান তো দুরের কথা তারা রিতিমত তাদের হারিয়ে দিচ্ছে তাই তোমার সামনে অনেক অনেক সুযোগ আছে এবং তা তোমার সামনে একদিন ধরা দিবেই আর একদিন তোমার সামনেও অনেকেই দাড়াতে পারবে না ! আমি বলছি পারবে না! তুমি শুধু তোমার গতিতে এগিয়ে যাও আসলে যা হবার নিজেকেই হতে হয় । শুভ কামনা রইল তোমাদের জন্য।