ফুলবাড়ি দিবসের নয় বছর ও ভুলে যাওয়া ‘রাজনৈতিক’ প্রতিজ্ঞা

প্রবীর বিধান
Published : 26 August 2015, 09:00 PM
Updated : 26 August 2015, 09:00 PM

অনেক মানুষই ভুলে যায় তারা কবে কোথায় কি বলেছিল, তবে বিশেষ গুরুত্বপূর্ণ হলে ভোলার কথা না। সবার থেকে ব্যতিক্রম আমাদের রাজনীতিবিদেরা, যারা সময়ের সাথে সাথে অনেক দরকারি বিষয় ইচ্ছা করে ভুলে থাকার চেষ্টা করেন। এমনই একজন আমাদের প্রধানমন্ত্রী। ২০০৬ সালের ফুলবাড়ি চুক্তির কথা তিনি ভুলে গেছেন, আর তাই ২০০৯-এ এসে তিনি কর্মকর্তাদের বললেন ফুলবাড়ি খনি থেকে "পরিবেশ-সম্মতভাবে" কয়লা উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করতে। [জনগনের কাছে দেয়া ওয়াদা এমন বড় কিছু না, তারা তো আর সামনে এসে লজ্জা দিবেনা!

কিছুদিন পরে উইকিলিকসের মারফত আমরা জানতে পারলাম যে তার জ্বালানী উপদেষ্টা তৈফিক-ই-এলাহী আমেরিকার রাষ্ট্রদূতের অনুরোধ উপেক্ষা করতে না পেরে বলেছিলেন সংসদের মাধ্যমে জনমত তৈরি করে এই সরকার এশিয়া এনার্জিকেই কাজ দেবে। সম্প্রতি শুনলাম শুধু ফুলবাড়ি না, আরেকটি কয়লার মজুদেও সরকার উন্মুক্ত খনি করার চিন্তাভাবনা করছে।

যতদূর জানি উন্নত বিশ্বের দেশগুলো কয়লা থেকে বিদ্যুত ও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ করে দিচ্ছে। আর আমরা…কমপক্ষে ৫টি ১৩২০মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র চালু হবার অপেক্ষায় আছি!

আগের দুটি লেখায় বিষয়টি নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম।