যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘হেল্পলাইন’ কাজে লাগান

প্রবীর বিধান
Published : 18 Oct 2015, 03:23 PM
Updated : 18 Oct 2015, 03:23 PM

আজকাল নিজের বাসা ছাড়াও রাস্তাঘাটে, বাজার-শপিং মলে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র আর ইন্টারনেটে নানাভাবে নারী ও মেয়ে শিশুরা যৌন হয়রানি, শারীরিক লাঞ্ছনা ও ধর্ষণের শিকার হচ্ছেন। যেহেতু এসব ঘটনায় মিডিয়া, পুলিশ ও বিচারবিভাগ আগের চেয়ে বেশি সচেতন, সেহেতু অনেক নির্যাতিতাই আইনের দ্বারস্থ হচ্ছেন এবং দেরিতে হলেও সুবিচার পাচ্ছেন।

তবে দুঃখের বিষয় হলো অনেক শিক্ষিত-শহুরে নারীই জানেন না এ ধরণের অপরাধ দমনের জন্য পুলিশকে বিশেষ নির্দেশনা দেয়া আছে। মামলা করতে চাইলে পুলিশ সহযোগিতা করতে বাধ্য। সহযোগিতা না পেলে অন্য কোন থানা বা আদালতে সরাসরি মামলা করতে পারেন। তাছাড়া সাংবাদিকদের মাধ্যমেও আইনি পরামর্শ পেতে পারেন।

ঘটনা সংঘটনের সাথে সাথে প্রতিকার চাইলে সংশ্লিষ্ট থানা ছাড়াও কেন্দ্রীয়ভাবে হেল্পলাইন আছে কমপক্ষে তিনটি।

  • নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের হেল্পলাইন ১০৯২১ (যেকোন নাম্বার থেকে),
  • ঘটনা ঢাকার কোন এলাকায় ঘটে থাকলে ডিএমপি'র সাথে যোগাযোগ করুন এই দুটি নাম্বারে ০১৭৪৫৭৭৪৪৮৭,০১৭৫৫৫৫৬৬৪৪,
  • এছাড়াও ইন্টারনেটে কোনভাবে যৌন হয়রানির শিকার হলে ফোন করুন এই নাম্বারে; সাইবার ক্রাইম ফোর্স ০১৭৬৬৬৭৮৮৮৮!