রড-সিমেন্টে গোলমাল ও তথ্যবঞ্চিত জনগন

প্রবীর বিধান
Published : 30 Dec 2015, 09:42 PM
Updated : 30 Dec 2015, 09:42 PM

সিমেন্ট আর রড কোম্পানীগুলো আজকাল যেভাবে বিজ্ঞাপন প্রকাশ করছে তাতে মনে হয় এগুলো অক্ষয়।

আচ্ছা হোটেল ইন্টারকন্টিনেন্টালে (সাবেক রূপসী বাংলা) ১৬ই ডিসেম্বরে লোহার শেড ভেঙ্গে যে একজন শ্রমিক মারা গেলেন এবং আরো ১০জন আহত হলেন সেই শেড কি দিয়ে বানানো হয়েছিল? জানা দরকার।

আমার টাকা থাকলে এইসব ভুয়া কোম্পানীর বিরুদ্ধে টিভিতে আর বিলবোর্ডে বিজ্ঞাপন দিতাম।

এর আগে সাভারে আট তলা রানা প্লাজা ধ্বসে কমপক্ষে ১,১৩৫ জন মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছিলেন আরো প্রায় আড়াই হাজার মানুষ — যাদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক।

সেই ভবনটি বানাতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। কিন্তু জনগন এখনো সেই রড-সিমেন্টের নাম জানতে পারেনি। আদৌ কখনো জানতে পারবে কিনা তার ঠিক নাই।

এসব তথ্য জনগনকে জানতে না দিয়ে সরকার ও সংবাদ মাধ্যম কি জনগনের সাথে প্রতারণা করছে না?