প্রসঙ্গ উইকিলিকসঃ ফখরুলের (বিএনপির) মাথা ঘুরে গেছে!!!

প্রবীর বিধান
Published : 14 Sept 2011, 10:07 AM
Updated : 14 Sept 2011, 10:07 AM

বিএনপির মুখপত্র সোমবার উইকিলিকসের সমালোচনা করতে গিয়ে বিশ্বকাঁপানো এই ওয়েবসাইটের তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেললেন (মাথাটা একদম গেছে)। সাথে সেই সাধারন মন্তব্যটাও করলেন—সব ষড়যন্ত্র (অবশ্যই আওয়ামীলীগের!)।

যাদের কথা নিয়ে তারবার্তাটি লেখা সেই আমেরিকার সরকার যেখানে কখনো প্রশ্ন তুলেনি, আমাদের বিএনপি নেতা তার বর্তমান দলের প্রধানসহ বিভিন্ন নেতাদের (বিশেষ করে জাতির বিবেক, ভবিষ্যত রাষ্ট্রনায়ক তারেক জিয়া) নিয়ে সম্প্রতি প্রচারিত কয়েকটি তারবার্তার সমালোচনা করেছেন।

বার্তাগুলোর অন্তত একটি আমি পড়েছি, বেশ ভালো করেই, কারন মজা পেয়েছি আমার ধারনার সাথে মিলে যাবার কারনে। সেই আমলে আমি ছিলাম জাহাঙ্গীরনগরে, আর খুব কাছ থেকে দেখেছি কিভাবে তারেক জিয়া ছাত্রদলের নেতা-কর্মীদের মনে জায়গা করে নিয়েছিলেন, কিভাবে তারা অনুকরণ করতে চাইতো নিষ্ঠুরতা, তাদের প্রতিদিনকার তথাকথিত ছাত্ররাজনীতিতে।

যাই হোক, সেই বার্তাটির মজাটা হলো, খালেদার কাছের লোকদের মধ্যে ১৭ জনের চরিত্র নিয়ে বিশ্লেষণ করার বেলায় ফখরুলকে গোনায় ধরেনি ঢাকায় নিযুক্ত তৎকালীন আমেরিকার রাষ্ট্রদুত হ্যারি কে টমাস।

বার্তায় এইসকল রাজনীতিবিদদের স্বরূপ তুলে ধরেছেন টমাস এবং সেসব তথ্য সত্য হবার শক্ত কারন হলো এগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতি আমেরিকার পররাষ্ট্রনীতি তৈরি হবার কথা।

টমাস আরো বলেছেন যে এই ১৭ জনের মধ্যে ১২ জনের সাথে ইতিমধ্যেই আমেরিকার ভালো সম্পর্ক ছিলো এবং বাকি ৫ জনের সাথে (নিজামীসহ) চেষ্টা চলছিলো।

উইকিলিকস-কে ধন্যবাদ তারবার্তাটি প্রকাশের জন্য যা কিনা সাধারন মানুষের মধ্যে এইসব রাজনীতিবিদদের সম্পর্কে ধারনা আরো পরিষ্কার করেছে (যদিও মাথা ঘুরিয়ে দিয়েছে বিএনপির)।

আওয়ামীলীগের নেতাদের সম্পর্কে একইরকম বার্তা কেউ না পাঠালেও হাসিনা সম্পর্কে পাঠানো কিছু বার্তা উইকিলিকস-এর মাধ্যমে প্রকাশ করেছে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম।

তারেক সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা আমি হুবহু এখানে দিচ্ছি—

B) Tariq Rahman: Zia's notorious senior son and heir apparent (septel). Takes credit for the BNP's successful 2001 electoral strategy, including its alliance with Jamaat Islami. Reportedly filled/sold up to one-third of the 60 cabinet slots. His many critics say he is ruthless, exceptionally corrupt, inexperienced in politics or business, poorly educated, and unworldly. His admirers say he is dynamic, smart, and represents a new generation of forward, not historically backward, looking leaders. His official BNP title of Senior Joint Secretary masks, ineffectively, his unrivaled authority, save for his mother, in the party. Operates a "shadow government" from his "Hahwa Bhaban" think tank, particularly on clearing government appointments and contracts. Sometimes brutal with his business rivals. In the last year, he boosted his stature with BNP workers with a successful nationwide "listening tour." Emerging as an effective public speaker. Key questions: Will Tariq run for parliament in the next election? (Probably). When would he and his mother try to arrange his elevation to the top? To what extent does his mother control him or concur with his actions? (Reports are mixed.)

ফখরুলের (বিএনপির) বিবৃতি পড়তে দেখুনঃ http://av.bdnews24.com/file/2011/09/BNPWiki.pdf