আজ বিদ্রোহী কবি কাজী নজরুল জন্মদিন

রাফসানযানি প্রীতম
Published : 25 May 2016, 06:24 PM
Updated : 25 May 2016, 06:24 PM

আজকে দ্রোহের কবি কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মদিন ৷ কবি কাজী নজরুল ইসলাম ছিলেন আধুনিক যুগের কবিদের মধ্যে এমন একজন কবি যিনি তার সাহিত্য কর্মের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষা সাহিত্য চর্চার ক্ষেত্রে নতুন একটি নতুন ধারা সৃষ্টি করেছিলেন যেটি ছিল অনুকরণ মুক্ত ও শহুরে বাবু সমাজের প্রভাবহীন ৷ কবিকে এই কারনে শহুরে বাবু সমাজের অনেক রক্ত চক্ষু প্রতিবাদ প্রতিহিংসা উপেক্ষা করে তার কর্মকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে ৷ তিনি ভাষা বিন্যাসের ক্ষেত্রে তার স্বতন্ত্র মৌলিকধারার কারনে সে যুগে শহুরে বাবুদের বিরোধীত্বার একই সাথে কবিকে মোতাবেক করতে হয়েছে সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে ও স্থানীয় পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে ৷ তার লিখনির মাধ্যমে তিনি এই সকল কিছু ফুটিয়ে তুলেছিলেন ৷ কবিকে এই সকল কারনে জেলে পর্যন্ত যেতে হয়েছিল ৷ যে যুগে শহুরে বাবু সমাজের খুব সমান্যই কবি-সাহিত্যিকেদেরই কারা বরণ করতে হয়েছিল ৷ কবির প্রথম লেখা মুদ্রিত হয়েছিল মুসলিম সাহিত্য সমাজ পত্রিকায় কবি করাচিতে অবস্থান কালে লেখাটি সেখান থেকে লিখে মুসলিম সাহিত্য সমাজ পত্রিকায় পাঠান ৷ কবি বাংলা সাহিত্যের সকল শাখায় অবতারনা করেছিলেন ৷ এবং বাংলা সাহিত্যকে বিশ্বে মর্যাদা ময় আসনে প্রতিষ্ঠিত করেছেল যেটি আজ ও বিদ্যমান ৷ কবি নজরুল সাহিত্য চর্চার নতুন দিগন্ত সৃষ্টি করে আমাদের মাঝে আজও অমর চির তরুন চির সবুজ চির বিদ্রোহী ৷ কবির জন্মদিনে সবাইকে শুভেচ্ছা ৷