মাগুরা সদর হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্থাপনা

রাশেদ খান
Published : 26 Dec 2014, 06:57 PM
Updated : 26 Dec 2014, 06:57 PM

দয়া করে পোষ্টটা কেউ এড়িয়ে যাবেন না।

মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রীর আদেশের ২৪ ঘন্টা পার হলেও মাগুরা সদর হাসপাতাল এর ভিতরের অবৈধ দোকান উচ্ছেদের কোন আলামত পাওয়া যায়নি। ডাক্তার সিরাজুল আকবর এ.পি(মাগুরা ১) ও শ্রী বীরেন সিকদার, যুব ও ক্রীয়া প্রতি মন্ত্রী(মাগুরা ২)এবং মাগুরা জেলার, জেলাপ্রশাসক ও পুলিশ সুপার মহাদয় এর নিকট লিখিত আদেশ পত্রটি দেওয়ার পরও কেন বারবার প্রশাসনের নাকের ডগায় এ ধরনের অনিয়ম ঘটছে?

 এর কি কোন ধরনের প্রতিকার নাই? এই সমাজের কেউ কি নেই এই অনিয়মের প্রতিবাদ করার। বরাবরি, অনিয়ম কারিয়া এই ভাবেই পার পেয়ে যায়।

আর এর মাশুল গুণতে হয় সাধারণ জনতার। আর কত দিন এ ধরনের অনিয়ম না দেখার ভান, করবে প্রশাসন জবাব চায় সাধারণ জনতা।