গ্যাস হয়েছে শেষ!

রাশেদুজ্জামান জামান
Published : 10 May 2017, 06:12 AM
Updated : 10 May 2017, 06:12 AM

একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে মাইকিং করা হয়, "একটি ঘোষণা, একটি ঘোষণা, আগামীকাল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে"। এই ঘোষণাটি সাধারণ মানুষ জানার আগেই জেনে ফেলে চা ও রুটি দোকানদাররা। তারা যেন এরকম ঘোষণার জন্যই অপেক্ষা করে। অবশ্য ইদানিং তাদের খুব বেশি অপেক্ষা করতে হয়না, কেননা এরকম ঘোষণা প্রায়ই দেওয়া হয়। আর তাদের খুশি হওয়ার কারণ হলো তাদের বিক্রি বহুগুণ বেড়ে যায়।

আর হোটেল গুলোতে লাকড়ি দিয়ে রান্না করা হয়। তার প্রমাণ মেলে মিরপুর-২ এ। সেখানে গিয়ে দেখা যায় দোকান ও হোটেলে খুব ভীড়। জিজ্ঞাসা করলে তারা জানায় বাসায় গ্যাস নেই। তাই বাধ্য হয়ে হোটেল থেকে নিতে হচ্ছে। যদিও মাইকে ঘোষণা করা হয়েছে, এই গোলযোগের শহরে এই ঘোষণা না শুনতে পাওয়াই স্বাভাবিক। তাদের অভিযোগ এরকম ঘোষণা প্রায়ই দেওয়া হয়। এই বিড়ম্বনা বন্ধ হবে কবে?