মুসা ইব্রাহীম প্রথম এভারেষ্ট জয়ী নয়! – মুহিতের দলের দাবি!!

রাতুলবিডি
Published : 17 Nov 2012, 04:55 PM
Updated : 17 Nov 2012, 04:55 PM

'সকাল বেলার পাখি' নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা 'বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে' প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।"

জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল "বি এম টি সি"- প্রধান।

ইনাম আল হক রচিত 'বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে' প্রবন্ধে বলা হয়েছে, "বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।' কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।

আরো দেখুন মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!
http://www.facebook.com/pages/First-Bangladeshi-Everest-conquerer-M-A-Mohit-Fan-Club/255084644501634