বাড়ির ছাদেই ফলেছে আঙ্গুর

রায়হান তানজীম
Published : 11 April 2015, 07:13 AM
Updated : 11 April 2015, 07:13 AM

আমার বাড়ির ছাদেই ফলেছে এত সুন্দর আঙ্গুর।

ছোট বেলায় মফস্বল শহরের ( আমাদের যশোর ) অনেক বাড়িতেয় এমন আঙ্গুর গাছ দেখেছি এখন আর গাছটি তেমন দেখা যায় না সচারচার। প্রায় ১০ বছর আগেই আমাদের বাড়ির ঘরের কোনায় লাগিয়েছিলাম গাছটি, লাগানোর প্রায় তিন বছর পর ফল দিয়েছিল অল্প কিছু তার পর থেকে প্রতি বছর কয়েক থোকা আঙুর হয় গাছটিতে , কিন্তু এবার বাড়িতে গিয়ে মায়ের কথা শুনে ছাদে গিয়ে দেখি গাছটিতে অনেক ফলন এসেছে দেখেই মনটা ভরে গেল, আঙ্গুর গুলো ভালভাবে পেকে গেলে খেতে মোটামুটি খারাপ লাগেনা তবে বিচি থাকে ভিতরে কিছু।