নিজের অজান্তে কী শেখাচ্ছি সন্তান কে?

রায়হান তানজীম
Published : 2 Oct 2016, 04:47 PM
Updated : 2 Oct 2016, 04:47 PM

'অন্যরকম ইলেকট্রনিক্স কোঃ লিঃ' এ কাজের সুবাদে 'Me & Mom' (টয় শপ) আউটলেট মিরপুর শাখাতে গিয়েছিলাম, তখন একজন ভদ্রমহিলা উনার মেয়েকে নিয়ে কিছু খেলনা কেনার জন্য আসলেন। এক পর্যায়ে পুতুল পছন্দ করার সময় ভদ্রমহিলা উনার মেয়েকে ছবিতে বিদ্যমান পুতুলগুলো দেখিয়ে বলল, বলতো আম্মু, Which one are Pretty and Which one are ugly?

মেয়ে বললো, 'Black are ugly and White are pretty'। ভদ্রমহিলা বেশ খুশি মনেই বলল, 'You are absolutely right honey. Now Which one we can chose?' মেয়ে উত্তর দিল, 'Absolutely pretty that means White one'।

এখন ব্যাপার হল আপনি তাকে কালো-সাদা শেখানোর নামে তার মাথায় কি খুব বেশি ভাল কিছু ঢুকিয়ে দিচ্ছেন? একটি নির্দিষ্ট সময় পর তার মাথায় কি এর প্রভাব পড়বে না?

ফেসবুকে আমিঃ রায়হান তানজীম