যমুনা ব্যাংকে জাল টাকা

রিয়াজ মাহমুদ
Published : 7 Jan 2015, 06:16 AM
Updated : 7 Jan 2015, 06:16 AM

সর্ব সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা শহরের মিরপুর ১০ নাম্বার যমুনা ব্যাংক শাখায় জাল টাকার রমরমা ব্যবসা । আজ সকাল ১০ টার সময় যমুনা ব্যাংক এ টাকা উত্তোলন করতে যাই । ব্যাংক থেকে টাকা নিয়ে বের হবার পর আমি ডাচ বাংলা ব্যাংক এ উক্ত টাকা জমা দিতে যাই । তখন ব্যাংক কর্মকর্তা উক্ত টাকা থেকে ১০০০ টাকার একাধিক জাল টাকার নোট সনাক্ত করে সাথে সাথে উক্ত নোট গুলো বাজেয়াপ্ত করে । তখন যমুনা ব্যাংক এ গিয়ে ব্যাংক এর ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তার সাথে এই বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে গিয়ে আরও ক্ষিপ্ত হয়ে খারাপ আচরণ করে । আমিও তাদের সাথে ক্ষিপ্ত আচরণ করি । ব্যাংক এ অবস্থানরত সমস্ত মানুষ জড় হয়ে যায়, এক পর্যায়ে কিছু সময়ের জন্য ব্যাংক এর কার্যক্রম বন্ধ হয়ে যায় কিন্তু তারা কোন ভাবেই জাল টাকা ফেরত নেয়নি । তার পর আমি ব্যাংক থেকে চলে আসি প্রতারনার স্বীকার হয়ে ।


সকলের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে আপনারা যমুনা ব্যাংক এ কার্যক্রম করা থেকে বিরত থাকুন সাথে সাথে তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে জোর দাবি জানান । আর সরকার এর নিকট আবেদন করছি উক্ত ব্যাংক এর কার্যক্রম এর উপর দ্রুত জোর তদন্ত করুন । এভাবে চলতে থাকলে সাধারন মানুষ এই সমস্ত ভুয়া ব্যাংক ব্যবস্থার স্বীকার বার বার হতে থাকবে ।