চাহিদার শেষ নেই

রেহমান আসাদ
Published : 8 April 2011, 06:12 AM
Updated : 8 April 2011, 06:12 AM

মানুষের চাহিদার কোন শেষ নেই। যত পাই ততই চাই। চাহিদার বিভিন্ন ধরনও রয়েছে, কারো টাকার চাহিদা, ক্ষমতা, গাড়ি, বাড়ী, বিলাসী জীবনযাত্রা এ রকম অসংখ্য চাহিদা। এ চাহিদা পুরন করতে যেয়ে মানুষ কত পথই না বেছে নিচ্ছে। কেউ সৎ পথে আবার কেউ অসৎ পথ অবলম্বন করে চাহিদা মেটাচ্ছেন। আর এখানেই যত বিপত্তি। রাতারাতি পরিবর্তন করতে হলে বেশিরভাগ মানুষই বেছে নেন অসৎ পথ। আর তাদের চাহিদার মাত্রাটাও এত বেশি যে এর রেস কাটে না সহজেই। এই রাতারাতি পরিবর্তনের ফলে দুর্ভোগের শিকার হন নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তরা।

সম্প্রতি ডিএসইতে শেয়ারবাজার কেলেঙ্কারিতে গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। এই রিপোর্টে বেশ কয়েকজন ব্যাক্তি সহ কযেকটি প্রতিষ্ঠানের নামও আছে। এই রিপোর্ট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন শেয়ার কেলেঙ্কারিতে কেউই রেহাই পাবেন না। সে যেই দলেরই হোক।

জানা গেছে শেয়ার কেলেঙ্কারিতে সরকার দলীয় দুই জনের নাম রয়েছে। অর্থমন্ত্রী কি পারবেন তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে? অর্থমন্ত্রী কি পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা ফেরতে ব্যবস্থা করতে?