গ্রামীণ জনপদে বেড়ে ওঠা শিশু

রিফাত কান্তি সেন
Published : 19 Sept 2016, 00:26 AM
Updated : 19 Sept 2016, 00:26 AM

গ্রামীণ জনপদের শিশু বলে কথা,তার উপর আবার বিল,জলাশয়ের নিকটবর্তী স্থানের শিশু, ব্রিজ কিংবা কালভার্টের উপর থেকে লাফিয়ে না পরা, নদী কিংবা জলাশয়ে লাফ মেরে ঝাঁপিয়ে না পরা, কল্পনা করা যায়? ছবির দৃশ্যের শিশুগুলো গ্রামীণ হাওর, বিল জনপদে বেড়ে উঠা শিশু। যদিও শরৎ চলে এসেছে তবু পানিতে থৈ থৈ করছে জলাশয়গুলো। মনের আনন্দে তাই শিশুরা ব্রিজ, কালভার্ট থেকে লাফিয়ে পরে আনন্দ উপভোগ করছে। ছবিটি চাঁদপুরের, চান্দ্রা চর এলাকা থেকে তোলা।

ছবি: রিফাত কান্তি সেন।