আপনাদের নিরাপত্তার জন্যই ফরিদগঞ্জের প্রতিটি দূর্গা পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনুন

রিফাত কান্তি সেন
Published : 28 Sept 2016, 06:32 PM
Updated : 28 Sept 2016, 06:32 PM

আসন্ন সনাতন ধর্মালম্ভীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফরিদগঞ্জ প্রশাসনের সাথে হিন্দু সম্প্রদায়ের নেতাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জের ইউএনও জয়নাল আবেদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন প্রতিটি মন্দিরে সি,সি ক্যামেরার আওতায় আনতে হবে। আপনাদের নিরাপত্তার স্বার্থে ক্যামেরা অত্যান্ত জরুরী।তিনি পুলিশ,আনসারদের তাদের দায়িত্ব পালনে সক্রিয়া থাকার জন্য আহব্বান জানান। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুত নির্বিচ্ছিন্ন রাখতে পল্লী বিদ্যুতকে অনুরোধ জানান।

এছাড়া প্রতিটি মন্দিরের সদস্যদের তাদের নিজের ভলেনটিয়ার দ্বারা পাহারার ব্যবস্থা করার অনুরোধ জানান।সকল ইউ,পি চেয়ারম্যানদের খোঁজ খবর নেয়ার জন্য অনুরোধ জানান।এছাড়া দশমীর দিন সন্ধ্যা ছয়টার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

কোন আপত্যিকর ঘটনা হলে বা দেখলে প্রশাসনকে অনুরোধ জানানোর আহব্বান জানানো হয়। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম,পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনের এ,জি,এম জুয়েল দাস, ফরিদগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মামুন পাঠান। আনসার ভিডিপির কর্মকর্তা এনায়েত,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল,ফরিদগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সভাপতি হিতেষ শর্মা,সম্পাদক নিটন দাস,দৈনিক যুগান্তর এর ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, সুদিপ্ত চাঁদপুর পত্রিকার ক্রীড়া সম্পাদক,এইবেলা.কম প্রতিনিধি, বিডিনিউজ২৪ ব্লগার রিফাত কান্তি সেন সহ উপজেলার পূজা মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি বৃন্দ। উপজেলার হিন্দু নেতৃবিন্দ।