কিছু ব্যতিক্রম প্রচারনার গল্প!

রিফাত কান্তি সেন
Published : 16 July 2017, 04:46 PM
Updated : 16 July 2017, 04:46 PM

সারা দেশ, শহর, বন্দর এমনকি গ্রামাঞ্চলে যখন আত্ম-প্রচার ঢালাও ভাবে হচ্ছে, ঠিক তখন ব্যতিক্রম কিছু প্রচারনা আমাদের চোখে স্বপ্নের মত ধরা দিয়েছে। প্রচারনায় রয়েছে কয়েক ডজন মণিঋষিদের নীতি বাক্য।সেই প্রচার মাধ্যম হলো দেয়াল।  ছবিতে যে নীতিবাক্যগুলো দেখছেন তা চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে হাতে লিখা নীতি বাক্যের চিত্র। আর কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শ্রেণি কক্ষের চিত্র।

যেখানে দেয়ালে লিখা আছে ডজন খানেক নীতিবাক্য। যেমন, গুন্টার গ্রাস এর বিখ্যাত উক্তি,'হাতে কলম আর পেটে বিদ্যা থাকলে লিখা যায় না,মগজ ও প্রতিভা থাকা চাই।' হ্যানরী এডাময়ের উক্তি,'শিক্ষকের প্রভাব অনন্ত কাল গিয়েও শেষ হয় না।' হযরত আলী (রাঃ) বিখ্যাত বাণী,বিদ্যার সৌন্দর্য অধিক দান করা,আর দানের সৌন্দর্য অধিক প্রচার না করা।'


এই প্রতিটি কথায়ই শিক্ষার স্বাদ পাওয়া যায়। অন্ধকারে আলো পথ খুঁজে পাওয়া যায়। হতাশায়, আশার আলো খুঁজে পাওয়া যায়। দেয়ালে লেখা প্রতিটি বাক্যই যেনো মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান পাওয়ার মত। যেমন এ দৃশ্য আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। চাঁদপুর শহরের আনাচে -কানাচে শত-সহস্র বিল-বোর্ড, পোস্টার, প্লে-কার্ড লক্ষ্য করা যায়। আত্ম-প্রচার যেন এখন শহরের সৌন্দর্য বিনষ্টের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাইতো শহরের প্রবেশ মুখ থেকে শুরু করে অলি-গলি,পাড়া-মহল্লা সব খানেই লক্ষ্য করি বিল-বোর্ড, ব্যানার। যা কিনা ব্র্যান্ডিং জেলার সবচেয়ে বড় অভিশাপ হিসেবে গণ্য করা যায়।

বিদ্যালয়ে বাইরের দেয়ালে শুধু নয়, নীতি বাক্য সাঁটানো আছে বিদ্যালয়ের মূল ফটকেও।গণি মডেল উচ্চ বিদ্যালয়টি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।যার প্রতিষ্ঠাতা; মরহুম বজলুল গণি চৌধুরী। বর্তমান প্রধান শিক্ষক- মোঃ আব্বাস উদ্দিন বলেন,'দেয়ালে আজে-বাজে লেখা কিংবা পোস্টার সাঁটালে বিদ্যালয়ের সৌন্দর্য বিনষ্ট হয়।সেজন্যই এই ব্যতিক্রম উদ্যেগ।আর তাছাড়া শিশুদের মাঝেও চরিত্র গঠনে ব্যাপক ভূমিকা রাখবে আশা করা যায়।'

কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে ও এমন ব্যতিক্রম প্রচারনা লক্ষ্য করা গিয়েছে। তবে সে বিদ্যালয়টির অষ্টম শ্রেণির কক্ষে নীতি বাক্য সাঁটানো আছে।রয়েছে আব্রাহাম লিংকনের শিক্ষককে লেখা বিখ্যাত সেই চিঠি।সেখানে উল্লেখ আছে রবীন্দ্র,শেক্সপিয়ার,বিল গেটস,ডেল কার্নেগি এমন কি বাঙালীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই বিখ্যাত বাণী, "মানুষকে ভালবাসলে মানুষ ও ভালবাসে।যদি সামান্য ত্যাগ স্বীকার করেন জনগন আপনার জন্য জীবন দিতে পারে।" এছাড়া নেপোলিয়নের বিখ্যাত উক্তি,'আমাকে একটি শিক্ষিত মা দেও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দোবো।'


এসব নীতিকথা হাতে লিখা।উক্ত স্কুলের পার্টাইম শিক্ষক,রিফাত কান্তি সেন,শিশুদের মধ্যে সত্যিকারের মানুষিকতা তৈরি করার নিমিত্তে এমন ব্যতিক্রমী উদ্যেগ গ্রহন করেন। শিক্ষার্থীদের ভাল মানুষ হয়ে গড়া উঠার লক্ষ্যে এমন ব্যতিক্রমী প্রচারনা।এসব কাজে তাকে সাহায্য করেছেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দ।


কড়ৈতলী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে স্থাপিত হয়।মরহুম রাজা মিয়া (এম,পি-প্রধান শিক্ষক) এর আমলে স্থাপন করা হয়। বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন,শিক্ষানুরাগী,সাংস্কৃতি মনস্ক ব্যক্তি – 'মিঃ সমরেন্দ্র মিত্র'।