কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রিফাত কান্তি সেন
Published : 21 Sept 2017, 08:38 PM
Updated : 21 Sept 2017, 08:38 PM

'গাছ লাগান,পরিবেশ বাঁচান-গাছ আমাদের বন্ধু এ প্রতিপাদ্যকে সামনে রেখে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান শিক্ষক জনাব,সমরেন্দ্র মিত্র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন করেন। সকাল ১১টায় বৃক্ষরোপণ করা হয় স্কুল আঙিনায়।শিশুদের মাঝে বৃক্ষপ্রেম ঘটানোর জন্যই এ উদ্যেগ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অবস্থান করেন সহ-প্রধানঃ মোজাম্মেল হোসেন,মিজানুর রহমান,সালাউদ্দিন পাটোওয়ারী,পংকজ শর্মা,হারুনুর রশিদ,রিফাত কান্তি সেন, বাকী বিল্লাহ,শিব্বির হোসেন,আবদুল মন্নান, আবুল হোসেন। এরা সকলে উক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।


বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র বলেন,গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে শিশুদের উৎসাহিত করতে হবে।পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো ছাড়া উপায় নেই।'
এছাড়া উক্ত কর্মসূচি উপলক্ষে নাগরিক সাংবাদিক,বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক, রিফাত কান্তি সেন বলেন,গাছ মানুষের বন্ধু,গাছ ছাড়া আমরা একটি মুহূর্তের জন্যও পৃথিবীকে কল্পনা করতে পারি না।তাই গাছ লাগানোর বিকল্প কিছু হতে পারে না।'তিনি আরো বলেন,এবার আমরা আকাশ মণি,মেহগনি,ইউক্লিপটাস গাছ রোপণ করেছি।পরবর্তীতে আমরা ফুল ও ফলের গাছ রোপণ করবো।'


মেধাবী শিক্ষার্থী সাজ্জাদ, শামীম, তারেক, ইশরাত, শান্তারা গাছ লাগানোর কার্যক্রম দেখে খুবই অনুপ্রাণিত। তারা বলেন, গাছ লাগানোর মাঝে একটা প্রশান্তি রয়েছে। আমরা খুব খুশি হয়েছি। বিশেষ করে নবম শ্রেণির শিক্ষার্থীদের এমন উদ্যেগ সত্যি প্রশংসনীয়। প্রকাশ থাকে যে বেশিরভাগ গাছগুলোই নবম শ্রেণির শিক্ষার্থীদের সংগৃহীত।