একটি প্রাথমিক বিদ্যালয়ের কান্না!

রবি খন্দকার
Published : 15 August 2014, 02:52 PM
Updated : 15 August 2014, 02:52 PM

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুচর কাশীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । এটি ১৯৪০ সালে স্থাপিত। উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দুরে গড়ের মাথা-ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বে এটি অবস্থিত। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের মাহফুজা খাতুনের বদলির দাবিতে ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করছে। এর আগে ম্যানেজিং কমিটি সহ এলাকাবাসি ও অভিভাবকবৃন্দ সংশ্লিষ্ট কর্তপক্ষ, কালোপতাকা প্রদর্শন সহ মানব বন্ধন করেছে।তাদের অভিযোগ প্রধান শিক্ষক দুর্নীতি, স্বেচ্ছচারিতা সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে।এলাকাবাসি অভিভাবকগণ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।এরই প্রেক্ষিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের তদন্ত করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২৫ জুন তাকে পাশ্ববর্তী একটি বিদ্যালয়ে বদলি করা হয়।কিন্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রির দপ্তরে গিয়ে বদলি আদেশ বাতিল করেন।পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে প্রধান শিক্ষক তিনি পুণরায় বিদ্যালয়ে যোগদান করলে এলাকাবাসি ফুঁসে ওঠে। প্রতিদিন বিদ্যালয় মাঠে কয়েক শত অভিভাবক তার বদলি কার্যক্রর করার দাবিতে শ্লোগান দিতে থাকে। প্রধান শিক্ষক পুলিশ ডেকে আন্দোলন বন্ধ করার চেষ্টা করলেও কোন কাজে আসছে না। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষার্থী শুন্য হয়ে পড়ার উপক্রম হওয়ায় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ধংব্সের দিকে এগিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন বিষয়টি নিরসনের জন্য তাকে পাশ্ববর্তী অন্য প্রতিষ্ঠানে যাওয়ার অনুরোধ করলেও তিনি কারো কথায় কর্ণপাত করছেন না। এমতাবস্থায় এলাকার সচেতন মহল বিষয়টি নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।