স্বপ্নীল রি্সোর্ট সাবরিনা

রোদেলা নীলারোদেলা নীলা
Published : 14 Nov 2015, 07:31 PM
Updated : 14 Nov 2015, 07:31 PM

সূর্য পশ্চিমাকাশে বিলীন হতে হতেই কেমন এক ঠান্ডা হিমেল হাওয়া পরশ দিয়ে যায় ।বোঝাই যাচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।বাচ্চাদের পরীক্ষা প্রায় শেষ,এর মধ্যেই বন্ধুরা মিলে আলোচনা করছিলাম এবারের পিকনিকটা কোথায় করা যায়।প্রতিবারই কক্সবাজার কিংবা বান্দরবন-রাঙ্গামাটি।এমন দুরের পতা; অনেক সময় বাচ্চা আর ল্যাগেজ এই দুই টানতেই অবস্থা কাহিল।তাই বুদ্ধি করেছি-কাছে ধারেই কোথাও যাবো।ঢাকা থেকে যেতে আস্তে যেন বেশ সময় না লাগে,আর খরচটাও যেন হয় হাতের নাগালে।দায়িত্ব যথারীতি আমার ঘাড়ে ,তাই রেকি করতে বের হলাম।পূবাইলে বেশ কয়টা রিসোর্ট আমি এর আগেও দেখেছি।কিন্তু সাবরিনা ড্রীম রিসোর্টে পা রেখে খানিক অবাক হলাম।একপাশে ঘন গাছের উঁকি ঝুঁকি খেলা আবার তার সাথেই ছন্দ মিলিয়ে আধুনিক বাসস্থান।যদিও আমার থেকে যাবার কোন প্ল্যান নেই,তবু মনে মনে ঠিক করে রেখেছি পরবর্তি গল্প লিখতে অবশ্যই আমি ওখানে যাবো।এমন নিরিবিলি জায়গা ঢাকা হতে মাত্র ৪০ কিলোমিটার পথ আর পাওয়া যাবে না।

প্রায় ৪৫ বিঘা জমির উপর গড়ে তোলা রিসোর্ট দেখে মনে হয় কেউ যেন বাগান বাড়ি বানিয়ে রেখেছে।ইচ্ছে হলেই বিকেল বেলা ইজি চেয়ারে বসে চা খাবে আর প্রজাপতির রঙের খেলা দেখবে।এসি রুমের ব্যবস্থাতো দেখলামই ,আর যাদের খুব শীত বেশি তাদের জন্য আছে নন এসি রুম।প্রায় ৫০০ থেকে ১০০০ জনের সমাবেশ ঘটলেও কোন সমস্যা হবে না।কিচেনের ব্যবস্থা একদম আলাদা, যে যা খেতে চায় কেবল অর্ডার করলেই হলো।ইচ্ছে করলে বার-বি-কিউ পার্টিও সম্ভব।এমন বড় মাঠ,ছেলে পুলেরা তো মনে হয় ক্রীকেট নিয়েই হাজির হয়ে যাবে।আমি অবশ্য পুকুর পেয়ে বেশি ব্যস্ত ছিলাম,এমন গভীর –মনে হচ্ছিল ঝুপ করে ডুব মাড়ি।কিন্তু অতি পটিয়সী সাঁতারু না বলে এ যাত্রায় সাহস করলাম না।

তবে নাটকের শ্যুটিং-এ জায়গাটাকে বেশ কাজে লাগানো যাবে,খুব একটা খরচ না।মাকে বলে দিয়েছি সমিতির যতো পিকনিক,স্কুলের যতো ক্রীড়া প্রতিযোগিতা এখানেই করতে।চাইলে গাড়ির সুবিধাও সাবরিনা করে দিচ্ছে নির্ধারিত মূল্যে।আর বিয়ে বা গায়ে হলুদের সব ধরনের অনুষ্ঠান করাও সম্ভব,এমন কি কর্পোরেট মিটিং-এর জন্যও আলাদা ব্যবস্থা আছে।

আসল কাহিনী হচ্ছে, এই যে আমি নিজের খেয়ে সাবরিনা ড্রীম হাউজের গুন গান গাইলাম,কিন্তু এরাতো আমারে একটা টাকাও দিল না।কিন্তু আপনারা রাজি থাকলে দল বেঁধে একদিন ছুটি কাটিয়ে পয়সা উশুল করে আসতে পারি।

যোগাযোগের ঠিকানা
সাবরিনা ট্রাভেলস ট্যুর
হাউজ-৩৫,রোড-১৭, ব্লক-ই, ফ্লাট-অ-২
বনানী কাঁচা বাজার,ঢাকা-১২১৩
ফোনঃ ৮৮৩৬২৯০
মোবাইলঃ ০১৭৮৬৫৫৯৯৩৩।