সাধারণ মানুষের সাংবাদিকতা

রোদেলা নীলারোদেলা নীলা
Published : 19 Feb 2016, 07:41 PM
Updated : 19 Feb 2016, 07:41 PM

ব্লগে ঠিক কোন দিন লেখা আরম্ভ করেছিলাম আজ আর তা মনে নেই। কেবল এটা সত্য যে লেখার মধ্য দিয়ে মানুষের ভেতরের আর একটা আমিত্বকে সহজে ছুঁয়ে ফেলা যায়,সচেতন করা যায় সেটা খুব ভালো ভাবেই টের পাচ্ছিলাম।তাই হয়তো কথাশিল্পী বা সাহিত্যিক হিসেবে পরিচয় পাবার পরও আজো ব্লগ আমাকে টানে। তা না হলে এতো এতো বইয়ের গন্ধ নেবার পরো ইথার পাতার অদৃশ্য মায়া আমাকে তাড়িত করবে কেন? মন্তব্য করতে না পারলেও আমি মোবাইল দিয়ে মোটামোটি সবার লেখা পড়ার চেষ্টা করি।তাই সবার নিক জানাই থাকে,জানা থাকে লেখার বিষয় বস্তু।

ফারদিন ফেরদৌস আমার জাবি-র ছোট ভাই সেটা জানা ছিল না।কিন্তু সে যে পথ থেকে সংবাদ তুলে আনে তা আমি জানতাম।তাই তার হাতে এবারের পুরস্কার তুলে দেওয়াতে আমি খুব খুশি হয়েছি।শফিক মিতুলকে কেবল চকলেট বা কেক নয় তার উদ্যোগের জন্য আরো বেশি কিছু আশা করেছিলাম। যাই হোক, অল্প কিছু সময় যেন আস্ত একটা ইতিহাস হয়ে গেল । ব্লগ ডট বিডিনিউজ২৪ -এর কল্যাণনীখানে লিখতে পেরে আমি আসলেও গর্বিত (মডারেশনটা আরো কম সময়ে করলে ভালো হয়)।আমার ১৬ বছরের ব্লগিং জীবন সার্থক, আরো সার্থক টুকটাক ভ্রমণ বিলাসী মন।সবাইকে বসন্তের শুভেচ্ছা।