সাম্প্রতিক বাজার ধসের প্রতিবেদন ও তদন্ত চাই

রেজা
Published : 14 May 2011, 12:00 PM
Updated : 14 May 2011, 12:00 PM

প্রথমআলো নামক একটি দৈনিক এর অতিরিক্ত শেয়ার বাজার নিয়ে মাত্রাতিরিক্ত আগ্রহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা জানতে পেরেছি যে এই দৈনিকটির আয়ের ৮৫% শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে, গত ডিসেম্বর এ বাজার ধসে তাদের বিনিয়োগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এ ব্যাপারে প্রথমআলো সম্পূর্ণভাবে অজ্ঞাত ছিল, এরপর থেকে তারা সক্রিয়ভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে সাধারন বিনিয়োগকারীদের হয়ে তদন্তের ধুয়ো তুলে বাজার ধসের কারন উদ্ধারে নেমে গেল, এরপর তারা যখন প্রমান পেয়ে গেল তখন তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই সংবাদ বাজার ফেলানোর কাজে ব্যাবহার করতে লাগল যাতে করে তারা তাদের পূর্বের ক্ষতি পোষাতে পারে ও অল্প দামে শেয়ার কিনতে পারে, তাই তখন যতবারই বিগ বায়াররা মার্কেট উঠাতে চেয়েছে এই মিডিয়া ততবারই মার্কেট নিয়ে যাতা সংবাদ দিয়ে মার্কেট নামিয়ে এই বছরের বাই কোটা পূরণ করেছে, এতে করে বিগ বাইএর দের সাথে তাদের একটি অলিখিত দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে, যার ক্ষোভ প্রকাশ হিশেবে গত বৃহস্পতি বারের সংবাদ প্রকাশ যে মূল ঘটনা কি। কিন্তু তাদের এই দ্বন্দের জন্য আজ ৩৫ লক্ষ বিও অ্যাকাউন্টধারীদের ভোগান্তি ও আত্মহত্যা এদের কি হবে, আমরা কেন বলীর পাঁঠা হতে যাব? আমি মনে করি সংবাদ মাধ্যমে জড়িত কোনও কম্পানি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবে না, করতে পারলেও তার একটি নির্দিষ্ট সীমা ও পরিধি থাকা দরকার ও তা হবে যারা মিডিয়াতে চাকুরীরত তাদের উন্নয়নের ফান্ড থেকে এরূপ কোনও আইন করা আজ খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে। শেয়ার বাজার নিয়ে তাদের এই অতিরিক্ত সংশ্লিষ্টতার প্রকৃত তদন্ত হওয়ার অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মিডিয়া বলে তারা পার পেয়ে যাবে এ হতে পারে না। আমি মনে করি মার্কেট ধসের ব্যাপারে প্রথম আলোও ওতপ্রোতভাবে জড়িত, এই ব্যাপারে সঠিকভাবে তদন্ত হওয়া অতীব জরুরী বাজারের ভবিষ্যতের স্বার্থেই নতুবা একি ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমার আপনাদের নিকট বিনীত অনুরোধ যে এ ব্যাপারে তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা উন্মুক্ত করা হোক, এবং ঘটনা সত্য হলে দায়ী বাক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও বিচার কামনা করছি। আমি মনে করি বিডিনিউজ২৪ এ ব্যাপারে সাধারন বিনিয়োগকারীদের হয়ে সারাদেশ ব্যাপী জনসাধারণনের নিকট গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়াবে ও স্বাধীনভাবে এগিয়ে আসবে ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সহায়তা প্রদান করবে।

***
ফিচার ছবি: [,]